দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের, প্রতিবাদে বন্ধ বালিগঞ্জ-বেহালা চৌরাস্তা রুটের অটো, ভোগান্তিতে যাত্রীরা
দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু। প্রতিবাদে বন্ধ বালিগঞ্জ থেকে বেহালা চৌরাস্তা রুটের অটো। দিনভর চরম ভোগান্তিতে যাত্রীরা। বুধবার চেতলার বাড়ি থেকে অটো বের করছিলেন চালক বাপি ঘোষ। একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উল্টো যায় অটো। পেটে ও মাথায় গুরুতর আঘাত লাগে বাপির। তড়িঘড়ি SSKM নিয়ে যাওয়া হলেও তাঁর চিকিত্সা হয়নি বলে অভিযোগ। সন্ধেয় মৃত্যু হয় বাপির।
ব্যুরো: দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু। প্রতিবাদে বন্ধ বালিগঞ্জ থেকে বেহালা চৌরাস্তা রুটের অটো। দিনভর চরম ভোগান্তিতে যাত্রীরা। বুধবার চেতলার বাড়ি থেকে অটো বের করছিলেন চালক বাপি ঘোষ। একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উল্টো যায় অটো। পেটে ও মাথায় গুরুতর আঘাত লাগে বাপির। তড়িঘড়ি SSKM নিয়ে যাওয়া হলেও তাঁর চিকিত্সা হয়নি বলে অভিযোগ। সন্ধেয় মৃত্যু হয় বাপির।
প্রতিবাদে বৃহস্পতিবার বালিগঞ্জ থেকে রাসবিহারী ও চেতলা থেকে বেহালা চৌরাস্তা রুটে অটো বন্ধ করে দেন চালকরা।
সকালে থেকে দেখা মেলেনি অটোর। বাসে বাম্পার ভিড়। চরমে ওঠে যাত্রী দুর্ভোগ।
বৃহস্পতিবার বাপির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।