চেতলায় বেপরোয়া ধাক্কা অটোর, ভেন্টিলেশনে পথচারী
বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন তাপস পাল ও সুস্মিতা পাল নামে এক দম্পতি। বাড়়ি বেরোতেই বেপরোয়া গাতিতে তাদের ধাক্কা মারে শখেরবাজার গামী একটি অটো
নিজস্ব প্রতিবেদন: দুই পথচারীকে ধাক্কা মেরে উল্টে গেল বেপরোয়া অটো। আহত এক পথচারী বর্তমানে ভেন্টিলেশনে ভর্তি। সোমবার সন্ধে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে চেতলা থানার গোবিন্দ আড্ডি রোডে।
আরও পড়ুন-সকালেই শীতের আমেজ, শহরে এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি
এদিন সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন তাপস পাল ও সুস্মিতা পাল নামে এক দম্পতি। বাড়়ি বেরোতেই বেপরোয়া গাতিতে তাদের ধাক্কা মারে শখেরবাজার গামী একটি অটো। ধাক্কা মেরেই অটোটি রাস্তায় উল্টে যায়। মারাত্মক আহত হন তাপস ও সুস্মিতা। চালক ছাডা়ও অটোতে ছিলেন আরও ৪ জন যাত্রী। ধাক্কায় মোট ৭ জনই আহত হন।
আরও পড়ুন-ষষ্ঠবার ব্যালন ডি’ওর জিতে রেকর্ড বুকে লিওনেল মেসি
আহতদের সবাইকে বিপি পোদ্দার হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। ৭ জনকে ছেড়ে দেওয়া হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে তাপস পালকে। অটোটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।