বন্ধ বেলগাছিয়া-লেকটাউন রুটের অটো, চরম ভোগান্তিতে যাত্রীরা

Updated By: Jul 18, 2017, 05:23 PM IST
বন্ধ বেলগাছিয়া-লেকটাউন রুটের অটো, চরম ভোগান্তিতে যাত্রীরা

ওয়েব ডেস্ক: শাসকদলের ইউনিয়নের দুই গোষ্ঠী। দুই লাইনের চালকদের মধ্যে মারামারি। বন্ধ বেলগাছিয়া-লেকটাউন রুটের অটো। চরম ভোগান্তিতে যাত্রীরা।

এক ইউনিয়ন। দুই জেলা। দু জেলার দুই নেতৃত্ব। দুপক্ষের মধ্যে মতবিরোধ। আর তারই জেরে বন্ধ লেকটাউন-বেলগাছিয়া রুটের অটো। একদিকে লেকটাউন,আরেকদিকে বেলগাছিয়া। শহরের অন্যতম ব্যস্ত এই রুটে গড়ে ১২০-১৩০টি অটো চলে। দু জায়গার ইউনিয়নই INTTUC-র দখলে। কিন্তু, সমস্যা নেতৃত্বের মধ্যে।

উত্তর ২৪ পরগনা ও কলকাতার অটো ইউনিয়নের নেতাদের মতবিরোধ দীর্ঘদিনের। লেকটাউনের ইউনিয়ন সুজিত বোসের অনুগামীদের দ্বারা নিয়ন্ত্রিত। বেলগাছিয়ার নেতৃত্ব বিধায়ক মালা সাহা ঘনিষ্ঠ। দুই গোষ্ঠীর মধ্যে বচসা লেগেই থাকে। শনিবার তা সীমা ছাড়ায়। হাতাহাতিতে জড়িয়ে প়ডে দুদিকের অটোচালকরা। এরপরই অনির্দিষ্টকালের জন্য অটো বন্ধ করে দেন চালকরা। চরম ভোগান্তি পড়েন নিত্যযাত্রীরা।

সমস্যা মেটাতে দুপক্ষকে আলোচনার টেবিলে বসানো দরকার। কিন্তু, দায়িত্ব নেবে কে? তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সামনেই ২১ জুলাই। তার আগে সমস্যা সমাধান সম্ভব নয়। তাই, আপাতত ভোগান্তিই সঙ্গী অটো যাত্রীদের।

.