ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়ে আশাবাদী বাবুল

ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে আশাবাদী। সরকারি অনুষ্ঠানে রাজ্যের প্রশংসাও করলেন। কিন্তু তারপরই অন্য সুর বাবুল সুপ্রিয়র গলায়। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় খয়রাতি থেকে সারদা কাণ্ডে, তৃণমূলের উদ্দেশে একের পর এক ইস্যুতে তোপ দাগলেন। তবে কি ভারসাম্য বজায় রাখতে কিছুটা দিশেহারা বাবুল?

Updated By: Feb 18, 2016, 07:50 PM IST
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়ে আশাবাদী বাবুল

ওয়েব ডেস্ক: ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে আশাবাদী। সরকারি অনুষ্ঠানে রাজ্যের প্রশংসাও করলেন। কিন্তু তারপরই অন্য সুর বাবুল সুপ্রিয়র গলায়। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় খয়রাতি থেকে সারদা কাণ্ডে, তৃণমূলের উদ্দেশে একের পর এক ইস্যুতে তোপ দাগলেন। তবে কি ভারসাম্য বজায় রাখতে কিছুটা দিশেহারা বাবুল?

ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের অনুষ্ঠান। হাওড়া ময়দান স্টেশনে টানেল বোরিং মেশিন মাটির নীচে নামানো হয়। প্রকল্পের কাজ নিয়ে খুশি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। দাবি করলেন,  ২০১৭-এর ডিসেম্বর মাসের মধ্যেই চালু হয়ে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর একটা অংশ।

মেট্রোর অনুষ্ঠানে বাবুলের সঙ্গে এক মঞ্চে ছিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। খোলামেলা মেজাজে দুজনের কথা হয়। রাজ্য সরকারের বেশ প্রশংসাও শোনা যায় কেন্দ্রীয় মন্ত্রীর মুখে। কিন্তু তারপর হঠাত্‍ই  অন্য বাবুল। এমনকি বহুদিন পর সারদাকাণ্ডেও তোপ দাগতে শোনা গেল বাবুলকে।

বাবুল যখন এদিকে সরকারি অনুষ্ঠানে ব্যস্ত, ওদিকে  তখন উত্তপ্ত যাদবপুরে পথে রূপা, লকেটরা। মন্ত্রী জানালেন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে তিনি কিছুই জানেন না।

.