'সামগ্রী, জল সব নিম্নমানের', কালো তালিকাভুক্ত করা হচ্ছে বাঘাযতীন ফ্লাইওভারের নির্মাণ সংস্থাকে
কলকাতার ৮টি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করে KMDA-কে রিপোর্ট দিয়েছে বিশেষজ্ঞ কমিটি।
!['সামগ্রী, জল সব নিম্নমানের', কালো তালিকাভুক্ত করা হচ্ছে বাঘাযতীন ফ্লাইওভারের নির্মাণ সংস্থাকে 'সামগ্রী, জল সব নিম্নমানের', কালো তালিকাভুক্ত করা হচ্ছে বাঘাযতীন ফ্লাইওভারের নির্মাণ সংস্থাকে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/03/259261-imaged0180f4d-e3a3-464b-b3cb-491435fbb646.jpg)
নিজস্ব প্রতিবেদন : নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার জন্য বাঘাযতীন ফ্লাইওভারের নির্মাণ সংস্থাকে কালো তালিকাভুক্ত করে শাস্তি দিতে চলেছে রাজ্য সরকার। এদিন একথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, KMDA আইনে ওই সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাঘাযতীনের দুইটি ফ্লাইওভারের একটির বয়স হয়েছে ১০ বছর। অন্যটির বয়স ২০ বছর। দুটি ফ্লাইওভারের অবস্থা-ই ভীষণ খারাপ। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল ফ্লাইওভার দুটি। এমনকি নিম্নমানের জলও ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত, কলকাতার ৮টি ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করে KMDA-কে রিপোর্ট দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। রিপোর্টে উল্লেখ-
১) বাঘাযতীন ফ্লাইওভারের ওপর গাড়ির চাপ বেশি। তাই ভাঙা যাবে না এই ফ্লাইওভার। নীচে লোহার খাঁচা তৈরি করে এই ফ্লাইওভার টিকে পোক্ত করা হবে।
২) চিংড়িঘাটা ফ্লাইওভারের নকশা ত্রুটিপূর্ণ। তাই ভাঙতে হবে। তবে এখন নয়। আপাতত ছোটখাট মেরামতি করা হবে। পরে ওই ফ্লাইওভারকে বড় করে সেক্টর ফাইভ হয়ে নিউটাউন অবধি নিয়ে যাওয়া হবে।
৩) কালীঘাট উড়ালপুলের ৫০ বছরের বেশি বয়স। তাই ভাঙতে হবে। তবে এখনই নয়। এখন সারিয়ে তোলা হবে। পরে ভেঙে নতুন করে করা হবে।
৪) উল্টোডাঙা উড়ালপুব ভাঙতে হবে না। সারিয়ে তোলা হবে।
৫) শিয়ালদা উড়ালপুলও ভাঙার দরকার নেই। ট্রামলাইন তুলে দিয়ে সারানো হবে। ফ্লাইওভারের নীচ দিয়ে মেরামতি করতে হবে।
৬) আরও তিনটি সেতুও সারাতে হবে। ভাঙতে হবে না। সেগুলো হল অরবিন্দ সেতু, বিজন সেতু ও বঙ্কিম সেতু।
আরও পড়ুন, 'দুর্নীতির সঙ্গে আপোস না, প্রয়োজনে নতুন নেতা', কড়া বার্তা মমতার