মদন মিত্রের জামিনের আইনি পদ্ধতি শেষ

মদন মিত্রের জামিনের আইনি পদ্ধতি শেষ। শনিবার রাতেই জেল থেকে জামিনের কাগজপত্র নিয়ে SSKM হাসপাতালে যান কারা আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথি দিয়েছেন তাঁরা।

Updated By: Nov 1, 2015, 08:44 AM IST
মদন মিত্রের জামিনের আইনি পদ্ধতি শেষ

ওয়েব ডেস্ক: মদন মিত্রের জামিনের আইনি পদ্ধতি শেষ। শনিবার রাতেই জেল থেকে জামিনের কাগজপত্র নিয়ে SSKM হাসপাতালে যান কারা আধিকারিকরা। হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথি দিয়েছেন তাঁরা।

কেন্দ্র রাজ্যের আঁতাতেই জামিন পেয়েছেন মদন মিত্র। মন্তব্য সিপিএম নেতা মহম্মদ সেলিমের। আইন আইনের পথে চলেছে। মদন মিত্র জামিন পাওয়ায় দল খুশি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের।  

এদিকে, মদন মিত্রের জামিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সোমবারই বিশেষ আদালত বসানোর দাবি জানাবে তারা।  

জেলে যাওয়ার ৩২৪ দিন পর জামিন হয় মদন মিত্রের।  একইসঙ্গে সিবিআইকে ভর্ত্সনা করল আলিপুর আদালত। সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করা হয়েছিন পুজোর পর মদন মিত্রের জামিনের শুনানি হোক। কিন্তু, সিবিআইয়ের আর্জি খারিজ করে, বিচারক জানান, মদন মিত্রের জামিন নিয়ে এত দেরী করতে চাইছে কেন?

.