বালিগঞ্জে যান্ত্রিক বিভ্রাট, শিয়ালদহগামী ট্রেন চলাচল ব্যাহত
বালিগঞ্জে যান্ত্রিক বিভ্রাট, শিয়ালদহগামী ট্রেন চলাচল ব্যাহত
নিজস্ব প্রতিবেদন: বালিগঞ্জ লাইনে সিগন্যালের সমস্যার কারণে ব্যাহত শিয়ালদহগামী ট্রেন চলাচল। সোনারপুর, বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা লাইনে কোনও লোকাল ট্রেনই চলছে না। সাতসকালে অফিসটাইমে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ। বন্ধ বজবজও। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। অন্যদিকে বাস বন্ধ থাকায় তাতেও বিস্তর সমস্যা বেড়েছে।
যদিও রেল সূত্রে খবর সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে কখন রেল চলাচল স্বাভাবিক হবে তা এখনও জানা স্পষ্ট করা হয়নি। এ দিন নিজেদের সময় মতোই স্টেশনে পৌঁছন যাত্রীরা। সেখানে গিয়ে জানতে পারেন বিপত্তির কথা। এখনও যাত্রীরা স্টেশনেই অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় দু- শিয়ালদহ দক্ষিণ শাখায় আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে।