আবারও 'ঐতিহাসিক ভুল'? বন্ধের ব্যর্থতা স্বীকার করে নিলেন বিমান বসু
"বন্ধ ডাকার আগে আরও ভাবতে হত, তড়িঘড়ি বন্ধ ডাকার সিদ্ধান্ত ভুল", আলিমুদ্দিনে প্রেস কনফারেন্সে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বন্ধের ব্যর্থতা স্বীকার করে নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাংবাদিকদের বন্ধ-এর ব্যর্থতা নিয়ে প্রশ্নের উত্তরে সিপিআইএম পলিটবুরো বিমান বসু এও বলেন, "হরতাল, ধর্মঘট সফল হয়নি বলে, হরতাল, ধর্মঘটের প্রয়োজন নেই, আমি তা মনে করি না।"
কলকাতা: "বন্ধ ডাকার আগে আরও ভাবতে হত, তড়িঘড়ি বন্ধ ডাকার সিদ্ধান্ত ভুল", আলিমুদ্দিনে প্রেস কনফারেন্সে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বন্ধের ব্যর্থতা স্বীকার করে নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাংবাদিকদের বন্ধ-এর ব্যর্থতা নিয়ে প্রশ্নের উত্তরে সিপিআইএম পলিটবুরো বিমান বসু এও বলেন, "হরতাল, ধর্মঘট সফল হয়নি বলে, হরতাল, ধর্মঘটের প্রয়োজন নেই, আমি তা মনে করি না।"
Today's #AkroshDivas registers public protest against this govt's draconian #DemonetisationDisaster. We have some questions for the PM pic.twitter.com/EPjACbOVPV
— Sitaram Yechury (@SitaramYechury) November 28, 2016
'নোট বাতিল', বাতিল করতে হবে, অনড় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অশ্বমেধের ঘোড়া ছোঁটাতে শুরু করেছেন অনেক আগেই। প্রথমে রাষ্ট্রপতির কাছে 'নালিশ', তারপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাশে নিয়ে দিল্লি জয়। কলকাতায় ভাইয়েদের মিছিল, আর দেশ চষছেন দিদিমণি। রাজ্য রাজনীতি তো বটেই দেশের প্রতিবাদের মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যু নিয়ে সংসদে সরকারকে কোণঠাসা করেছে তৃণমূল।
এমনকি ৫০০ ও হাজারের নোট ব্যান ইস্যুতে তৃণমূল পাশে পেয়েছে বিজেপি শরিককেও, সমর্থন করেছে কংগ্রেসও। এমন অবস্থায় কার্যত রাজনীতিতে 'ক্লোজড চ্যাপ্টার' হওয়ার পথে বামেরা। শিরোনামে থাকতে তাই তড়িঘড়ি বন্ধ ডাকার সিদ্ধান্ত বামেদের। সেই সিদ্ধান্তে সারা দিল না আম জনতা, এবার সরাসরি তা স্বীকার করে নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে কালো টাকা উদ্ধারের কর্মসূচীকে নৈতিক সমর্থন দিয়ে তিনি জানিয়েছেন, "কালো টাকা উদ্ধারের কর্মসূচী বাধা প্রাপ্ত হোক সেটা চাই না।"