বিতর্ক সঙ্গে করে সাঙ্গ হল এ বছরের বঙ্গ পুরস্কার

এ বছর বঙ্গবিভূষণ সম্মানের সঙ্গী হয়ে থাকল বিতর্ক। জট তৈরি হয় চিকিত্‍সক সুকুমার মুখার্জিকে ঘিরে। তাঁকে পুরস্কৃত করা নিয়ে বিতর্ক গড়ায় হাইকোর্ট পর্যন্ত। যদিও আদালতের রায়েই শেষপর্যন্ত তাঁর সম্মান পাওয়ার পথ খুলেও যায়। মোট তেত্রিশ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আজ বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।

Updated By: May 20, 2014, 09:28 PM IST

এ বছর বঙ্গবিভূষণ সম্মানের সঙ্গী হয়ে থাকল বিতর্ক। জট তৈরি হয় চিকিত্‍সক সুকুমার মুখার্জিকে ঘিরে। তাঁকে পুরস্কৃত করা নিয়ে বিতর্ক গড়ায় হাইকোর্ট পর্যন্ত। যদিও আদালতের রায়েই শেষপর্যন্ত তাঁর সম্মান পাওয়ার পথ খুলেও যায়। মোট তেত্রিশ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে আজ বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে।

শেষটা সুখের হলেও মঙ্গলবার শুরুটা কিন্তু মোটেও সুখের ছিল না বঙ্গবিভূষণ প্রাপক চিকিত্‍সক সুকুমার মুখার্জির জন্য। তাঁকে এই সম্মান দেওয়ার বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানিয়ে এদিনই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারী চিকিত্‍সক কুণাল সাহার দাবি ছিল, একটি মামলায় সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন সুকুমার মুখার্জি। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বঙ্গবিভূষণের মতো এত বড় সম্মান পাওয়ার কোনও অধিকার তাঁর নেই।
জটিলতা আরও বেড়ে যায় বিচারপতি অভিজিত বন্দ্যোপাধ্যায় এই মামলা শুনতে অস্বীকার করায়। পরে বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বারে শুনানির পর সুকুমার মুখার্জিকে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া নিয়ে আইনি জটিলতা কাটে।
আদালত জানিয়েছে, পনের বছরের পুরনো একটি ভুলের কারণে আগেই শাস্তি পেয়েছেন সুকুমার মুখার্জি। এখন নতুন করে একই কারণে তাঁর সম্মানহানি একেবারেই কাঙ্খিত নয়।
বিচারপতি খারিজ করে দেন স্থগিতাদেশের আর্জি।

রাজ্যের সর্বোচ্চ দুই সম্মান বঙ্গবিভূষণ এবং বঙ্গভূষণ। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে শুরু হয় এই পুরস্কার দেওয়া। মুখ্যমন্ত্রীর ভাষায়, বাংলার মেধা-প্রতিভা-শিক্ষা-সংস্কৃতিকে তুলে ধরতেই সরকারের এই উদ্যোগ।

শিক্ষা থেকে সংস্কৃতি, খেলা থেকে বিনোদন দুনিয়ার বহু কৃতীকে এদিন সম্মানিত করা হয়।

সম্মান-প্রদান পর্ব শেষে ছিল চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

.