Beleghata ID Hospital: বেলেঘাটায় আইডিতে উদ্ধার মানুষের খুলি-হাড়়গোড়! আঁৎকে উঠেছেন এলাকাবাসী...
Human Skulls & Bone found: কোভিডের সময়ে পর থেকেই মর্গ অব্যবহৃত হয়ে পড়ে থাকত। গত দু-দিন আগে মাথার খুলি উদ্ধার হয়। বৃহস্পতিবার ও শুক্রবার হাড়গোড় উদ্ধার হয়েছে।
অর্কদীপ্ত মুখোপাধ্যায়: বেলেঘাটা আইডি হাসপাতালের পরিত্যক্ত মর্গের সামনে থেকে উদ্ধার মৃতের মাথার খুলি ও হাড়গোড়। চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। বেলেঘাটা আইডি হাসপাতালের দীর্ঘদিন ধরে পুরনো মর্গ পরিত্যক্ত অবস্থায় ছিল। আশপাশে জঙ্গল তৈরি হয়ে গিয়েছিল। সেই জঙ্গল পরিষ্কার করার সময় গত দু-দিন ধরে মৃতের মাথার খুলি ও বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মানুষের হাত ও পায়ের ১৩টি হাড় উদ্ধার হয়েছে।
আরও পড়ুন, Tapsia Fire: কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই সংসার! হাহাকার তপসিয়ারবাসীর...
কোভিডের সময়ে পর থেকেই মর্গ অব্যবহৃত হয়ে পড়ে থাকত। গত দু-দিন আগে মাথার খুলি উদ্ধার হয়। বৃহস্পতিবার ও শুক্রবার হাড়গোড় উদ্ধার হয়েছে। কোথা থেকে হাড়গোড় এল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ। প্রত্যক্ষদর্শীদের কথায়, 'আমরা জঙ্গল কাটছিলাম। হঠাৎ মাথার খুলি উদ্ধার হয়। ক'দিন আগে খুলি পাই, আর কাল ও আজ বাকি হাড়গোড় উদ্ধার হল।'
জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালের পরিত্যক্ত মর্গের জঙ্গল এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন কর্মীরা। সেই সময়েই মানুষের খুলি, হাড়গোড় পাওয়া যায়। দু’জন সাফাই কর্মীরা সঙ্গে সঙ্গে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। কী ভাবে সেগুলি এল? হাসপাতাল চত্বরেই প্রকাশ্যে পড়ে রয়েছে সেই সব হাড়গোড়। যা দেখে আঁৎকে উঠেছেন অনেকেই।
হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে মর্গের সামনে থেকে খুলি এবং হাড়গোড় উদ্ধার হয়েছে, সেটি প্রায় দু’-তিন বছর ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি ওই মর্গে সংস্কারের কাজ শুরু হয়। আর সেই সংস্কারের কাজ চলার সময়েই উদ্ধার হয় খুলি এবং হাড়গোড়গুলি।
আরও পড়ুন, Kolkata Fire: বাইপাসের ধারের বস্তিতে দাউদাউ করে আগুন! ৮ ইঞ্জিনও নেভাতে হিমশিম...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)