বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে কেস ডায়েরি চেয়ে পাঠালো হাইকোর্ট

বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে কেস ডায়েরি চেয়ে পাঠালো হাইকোর্ট। আজ বিচারপতি অসীম কুমার রায়ের এজলাসে দ্বিতীয় এফআইআর খারিজের মামলাটি ওঠে। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার শুনানি।

Updated By: Sep 4, 2013, 12:09 PM IST

বেনাচাপড়া কঙ্কালকাণ্ড মামলার কেস ডায়েরি চেয়ে পাঠালো আদালত। আজ বিচারপতি অসীম কুমার রায়ের এজলাসে দ্বিতীয় এফআইআর খারিজের মামলাটি ওঠে. মামলার কেস ডায়েরি চেয়ে পাঠান বিচারপতি। আগামী ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। ওইদিনই কেস ডায়েরি আনতে হবে সরকারি আইনজীবীকে।
২০০২ সালের সেপ্টেম্বরে কেশপুর-গড়বেতা থেকে নিখোঁজ হন সাতজন তৃনমূল কর্মী। ২০১১ সালের জুনে বেনাচাপড়া থেকে উদ্ধার হয় কঙ্কাল। পরনের পোশাক দেখে বাবা অজয় আচার্যকে শনাক্ত করেন ছেলে শ্যামল আচার্য।
তাঁর অভিযোগের ভিত্তিতেই আনন্দপুর থানায় নিখোঁজকাণ্ডে দ্বিতীয় এফআইআর দায়ের হয়। এফআইআরে নাম ঢোকানো হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের। ২০১১ সালের ১১ অগাস্ট গ্রেফতার করা হয় সুশান্ত ঘোষকে। এই দ্বিতীয় এফআইআরটি খারিজের আবেদন নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে।

.