Corona আক্রান্ত কবি জয় গোস্বামী, ভর্তি বেলেঘাটা আইডি-তে

রবিবার কবির করোনা রিপোর্ট পজিটিভ আসে।

Updated By: May 17, 2021, 03:03 AM IST
 Corona আক্রান্ত কবি জয় গোস্বামী, ভর্তি বেলেঘাটা আইডি-তে

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত কবি জয় গোস্বামী (Joy Goswami)। রবিবার রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়, 'আপনার রায়' নিয়ে আর ফিরবেন না 

পরিবার সূত্রে খবর, রবিবার সকাল থেকে জয় গোস্বামীর (Joy Goswami) শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। জ্বর আসে। বার কয়েক বমিও হয়। এরপর তাঁর করোনা পরীক্ষা করা হয়। রবিবার রাতে রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রী কাবেরী গোস্বামী ও মেয়ে দেবোত্রীকেও করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন: প্রয়াত অঞ্জন বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন কবি শঙ্খ ঘোষ। প্রয়াত হন তাঁর স্ত্রী প্রতিমা ঘোষও। এবার জয় গোস্বামী করোনা আক্রান্ত হওয়ায়, বাংলা সাহিত্য জগতে দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে।

.