সল্টলেকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণা, রয়েছে প্রভাবশালী যোগও!

বিধাননগর উত্তর থানার পুলিস আদিত্যলাল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Updated By: Sep 23, 2019, 01:13 PM IST
সল্টলেকে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণা, রয়েছে প্রভাবশালী যোগও!

নিজস্ব প্রতিবেদন:  সল্টলেকে অফিস খুলে রমরমা ব্যবসা। ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা। গ্রেফতার প্রতারণা চক্রের চাঁই। উঠে আসছে কলকাতা শহরের একাধিক প্রভাবশালীর যোগ থাকার সম্ভাবনাও। বিধাননগর উত্তর থানার পুলিস আদিত্যলাল মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 

জানা গিয়েছে, আদিত্যলাল মূলত সল্টলেকের সিএফ ব্লকের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে একটি অফিস খোলে আদিত্যলাল। এরপর বরাহনগর গঙ্গার কাছে একটি নির্মীয়মান বাড়ির ছবি দিয়ে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় সে। ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা প্রতারণা করে এই ব্যক্তি। তার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত।

আজ ABVP-র যাদবপুর অভিযান, পাল্টা জমায়েত SFI-এর, অশান্তি এড়াতে কড়া তত্পরতা পুলিসের

এক বছর পর সোমবার সকালে সল্টলেকের সিএফ ব্লক থেকে এই কোম্পানির কর্ণধার অভিযুক্ত আদিত্যলাল মুখার্জিকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিস। তার সাথে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি যোগাযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

.