মুকুল রায়ের দলত্যাগ, রাজ্য রাজনীতিতে প্রভাব পড়বে না : বিমান বসু
Updated By: Oct 13, 2017, 05:40 PM IST

ওয়েব ডেস্ক: বুধবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকুল রায়। জানা গিয়েছিল, কালী পুজোর পর তিনি তাঁর আগামি পদক্ষেপের ঘোষণা করবেন। তৃণমূল ছাড়ার পর এবার তিনি নিজেই নতুন কোনও দল গঠন করবেন, নাকি বিজেপিতে যোগদান করবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। এবার, মুকুল রায়ের দলত্যাগ নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
আগুন এখনও নেভেনি, তারাতলার রাসায়নিক গুদামের মালিকের বিরুদ্ধে এফআইআর
মুকুল রায়ের দলত্যাগ রাজ্য রাজনীতিতে নতুন কোনও সমীকরণের জন্ম দেবে না। এমনই মন্তব্য করলেন তিনি। সাংবাদিকদের তিনি বললেন, ‘পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণের এখনই কোনও সম্ভাবনা আসেনি। যদিও জোর করে কেউ-কেউ মুক্ত করতে চাইছে। আসলে জোর করে রাজনীতিটা হয় না।’