বিমান বসুর দীর্ঘদিনের ছায়াসঙ্গী প্রয়াত, ভেঙে পড়েছেন কমরেড
করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে টাইফয়েড ধরা পড়ে। আরও ভাঙতে থাকে শরীর। শনিবার গভীর রাতে শেষ হয় লড়াই।
নিজস্ব প্রতিবেদন: সঙ্গে সঙ্গেই থাকতেন সর্বদা, যাকে বলে ছায়াসঙ্গী! বামনেতা বিমান বসুর দীর্ঘদিনের সঙ্গী দিলীপ গিরি প্রয়াত হলেন।
গভীর রাতে মৃত্যু হয়েছে তাঁর। বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরে টাইফয়েড ধরা পড়ে। আরও ভাঙতে থাকে শরীর। শনিবার গভীর রাতে শেষ হয় লড়াই।
আরও পড়ুন: 'স্বাধীন ভারত অমর রহে' স্লোগান তুলে তীব্র সমালোচনার মুখে দিলীপ
তাঁর মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন বিমানবাবু। আলিমুদ্দিন স্ট্রিটের অনেক ঘটনার সাক্ষী থেকেছেন দিলীপ গিরি। অনেক লড়াই, উত্থান পতন, বিপ্লবের সাক্ষী তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা আলিমুদ্দিন।