টিয়া, পায়রা, লাভ বার্ড, ককটেলের হাট শহরে

মহানগরে থাবা বসিয়েছে শীত। আর এই শীত মানেই সার্কাস, মেলা, সব মিলিয়ে এক জমজমাট আনন্দ। বাদ যায়নি পশু পাখিরাও। উত্তর কলকাতার নীলমণি মিত্র রোডে শুরু হয়েছে মাছ ও পাখির মেলা। চলবে রবিবার পর্যন্ত। তবে কিনতে গেলে একটু হতাশ হতে হবে বৈকি। কারণ এই মেলা শুধুই দেখার। আর পশু পাখিদের চিনে নেওয়ার।

Updated By: Dec 28, 2013, 06:19 PM IST

মহানগরে থাবা বসিয়েছে শীত। আর এই শীত মানেই সার্কাস, মেলা, সব মিলিয়ে এক জমজমাট আনন্দ। বাদ যায়নি পশু পাখিরাও। উত্তর কলকাতার নীলমণি মিত্র রোডে শুরু হয়েছে মাছ ও পাখির মেলা। চলবে রবিবার পর্যন্ত। তবে কিনতে গেলে একটু হতাশ হতে হবে বৈকি। কারণ এই মেলা শুধুই দেখার। আর পশু পাখিদের চিনে নেওয়ার।

শীতকাল মানেই পাখির মেলা। শীতের শুরু থেকেই তাদের অপেক্ষায় থাকেন রাজ্যেরঅসংখ্য পাখিপ্রেমী মানুষ। এবার সেই সব, কিছু চেনা, কিছু অচেনা পাখিদের নিয়েই মেলা শুরু হল উত্তর কলকাতার নীলমণি মিত্র রোডে। প্রায় তিনশো প্রজাতির পাখি হাজির রয়েছে এই মেলায়।

টিয়া, পায়রা, লাভ বার্ড, ককটেলের মত শুধু দেশি পাখি নয়। রয়েছে বিদেশি পাখিরও বিপুল সম্ভার। ঠিক করে ভাব জমালে, দিব্যি আপনার সঙ্গেও গল্প জুড়ে দিতে পারে কোনও না কোনও ম্যাকাও। অথবা ওই যে সাদা কাকাতুয়া।

শীত এখানে আসে পাখির ডানায় ভর করে... রঙীন হয়ে ওঠে চারপাশ । আর সেইসব পাখিদেরই ছোট বড় সকলের সঙ্গে পরিচয় ঘটনাতেই প্রতি শীতে রাজ্যের পক্ষীপ্রেমীদের আকর্ষণের বিষয় হয়ে এই মেলা। শুধু পাখি নয়, এই মেলায় রয়েছে প্রায় সাড়ে তিনশো প্রজাতির মাছ। যার মধ্যে লায়ন ফিস, মারিন ফিসের মত সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্যাই দেড়শো।

.