বিশ্ব বাংলা শারদ সম্মানের চূড়ান্ত বাছাই পর্ব-৬০টি পুজো

ষষ্ঠীর দিন ছিল রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মানের চূড়ান্ত বাছাই পর্ব। ৭৫০টি পুজো পরিক্রমার পর পাঁচটি জোনে ভাগ করে ষাটটি পুজো বাছাই করা হয় । ষষ্ঠীর দিনও বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখে এই  ষাটটি পুজো বাছাই করেন বিচারকরা।  আজ সাংবাদিক বৈঠকে বিশ্ব বাংলা শারদ সম্মানের আনুষ্ঠানিক ঘোষণা হবে।

Updated By: Oct 1, 2014, 11:10 AM IST
বিশ্ব বাংলা শারদ সম্মানের চূড়ান্ত বাছাই পর্ব-৬০টি পুজো

ওয়েব ডেস্ক: ষষ্ঠীর দিন ছিল রাজ্য সরকারের বিশ্ব বাংলা শারদ সম্মানের চূড়ান্ত বাছাই পর্ব। ৭৫০টি পুজো পরিক্রমার পর পাঁচটি জোনে ভাগ করে ষাটটি পুজো বাছাই করা হয় । ষষ্ঠীর দিনও বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখে এই  ষাটটি পুজো বাছাই করেন বিচারকরা।  আজ সাংবাদিক বৈঠকে বিশ্ব বাংলা শারদ সম্মানের আনুষ্ঠানিক ঘোষণা হবে।

---------------------------------------

একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, হিন্দুস্থান পার্ক,ত্রিধার সম্মিলনী, ৯৫ পল্লী,বাবুবাগান সার্বজনীন, ২৫ পল্লী, খিদিরপুর পল্লী শারদীয়া

চেতলা অগ্রনী সংঘ, সুরুটি সংঘ, যুবমৈত্রী সংঘ, আলাপী, কোলাহল, ভবানীপুর মুক্তদল,বাদামতলা আষাঢ় সংঘ

বালিগঞ্জ সমাজসেবী, বোসপুকুর শীতলা মন্দির, বোসপুকুর তালবাগান, রামডাঙ্গা নব উদয়ন সংঘ, নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন, হাতিবাগান নবীপল্লী,সিকদারবাগান সর্বজনীন

বড়িশা ক্লাব, বড়িশা যুবকগোষ্ঠী, হরিদেবপুর অজয় সংহতি, ভবানীপুর স্বাধীন সংঘ, চক্রবেড়িয়া সর্বজীনন, কালীঘাট সংঘশ্রী

.