প্রহসন চলছে! সরকারের নির্দেশে কাজ করছে কমিশন, অভিযোগ বিজেপির

কমিশনের সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের

Updated By: Dec 27, 2021, 06:27 PM IST
প্রহসন চলছে! সরকারের নির্দেশে কাজ করছে কমিশন, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিবেদন: বিজেপির (BJP) নিশানায় রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে কাজ করছে কমিশন। কার্যত প্রহসন চলছে। আক্রমণ গেরুয়া শিবিরের। কমিশনে সর্বদল বৈঠক থেকে বেরিয়ে গেলেন বিজেপি (BJP) ও বামেদের প্রতিনিধিরা।

বকেয়া পুরসভাগুলোর ভোট নিয়ে সোমবার সর্বদল বৈঠকের ডাক দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সেই বৈঠক শেষ হওয়ার আগেই ওয়াকআউট বিরোধীদের। বৈঠক ছেড়ে বাইরে এসে কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অর্জুন সিং, শিশির বাজরিয়ারা। মূলত ভোটার তালিকা এবং কোন কোন কর্পোরেশনে ভোট হবে তাই নিয়ে কমিশনের সঙ্গে বিজেপির (BJP) মতপার্থক্য। অর্জুন সিংদের অভিযোগ, কমিশন চাইছে খসড়া ভোটার তালিকা দিয়ে ভোট করাতে। বিজেপির (BJP) দাবি, ২০২২-এর জানুয়ারিতে প্রকাশিত হতে চলা নয়া ভোটার তালিকা দিয়ে ভোট করা হোক। নতুন ভোটারদেরও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হোক।     
    
এছাড়া বিজেপির অভিযোগ, আদালতে ৫ কর্পোরেশনে ভোটের কথা বলেছে কমিশন। কিন্তু সর্বদল বৈঠকে হাওড়া বাদে বাকি চার কর্পোরেশনে ভোটের কথা বলা হয়েছে। রবিন দেবের নেতৃত্বে সোমবারের সর্বদল বৈঠকে বামেদের প্রতিনিধি দল যোগ দিয়েছিল। তাঁদের দাবি ভোট পিছতে হবে। কারণ, যে সময় ভোট করানোর কথা বলছে কমিশন সেটা উৎসবের মরশুম। বহু মানুষ সেই সময় থাকেন না। বিরোধীদের অভিযোগ, তাঁদের কোনও কথায় গুরুত্ব দেয়নি কমিশন। ফলে বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন তাঁরা

আরও পড়ুন: Gangasagar: অনলাইনে অর্ডার করলে দেশের যেকোনও প্রান্তে পৌঁছে যাবে গঙ্গাসাগরের জল-প্রসাদ: মমতা

আরও পড়ুন: Municipal Election 2022: বাদ হাওড়া, ২২ জানুয়ারি রাজ্যের ৪ কর্পোরেশনে ভোট

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.