মুকুলকে নিয়ে লাভ, আশঙ্কা, ইমেজ প্রশ্নে টেনসনে বিজেপি
মুকুল রায়কে দলে নেওয়া নিয়ে একদিকে লাভের হিসেব কষছে দিল্লির গৈরিক শিবির। অন্যদিকে, রাজ্যের বিজেপি নেতারা প্রহর গুণছেন ক্ষতির আশঙ্কায়। একসময় সারদা কেলেঙ্কারির মূল চক্রী হিসেবে মুকুল রায়ের বিরুদ্ধেই তোপ দেগেছিল বিজেপি। এবার তাঁকেই দলে নিলে ভুল বার্তা যাবে জনমানসে।
আবার মুকুল রায় যদি CBI থেকে ক্লিনচিট পান, তাহলেও সমস্যা। সেক্ষেত্রে CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছেন, তাতেই সিলমোহর পড়বে বলে আশঙ্কা করছেন রাহুল সিনহা, সিদ্ধার্থনাথ সিংরা। সূত্রের খবর, শেষ মুহূর্তে মুকুল রায়কে রুখতে দিল্লিতে লাগাতার দরবার চালিয়ে যাচ্ছেন তাঁরা।
ভাগ মুকুলের ডাক দিয়েছিলেন যিনি, মুকুল আসায় সরতে হচ্ছে তাঁকেও। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের আক্রমণ করার উত্সাহে অনেক সময় দলীয় লক্ষ্মণরেখাই লঙ্ঘন করেছেন তিনি।