'প্রশ্ন ওদের তৈরি, খাতাও ওরাই দেখছে', Mamata-র দেওয়া পরিসংখ্যানকে কটাক্ষ Samik-এর

'সব প্রশ্নের যদি প্রকৃত উত্তর পাওয়া যায়, তাহলে নলেন গুড়ের রসগোল্লাও থাকবে, ধোকলাও থাকবে।'

Updated By: Dec 23, 2020, 07:33 PM IST
'প্রশ্ন ওদের তৈরি, খাতাও ওরাই দেখছে', Mamata-র দেওয়া পরিসংখ্যানকে কটাক্ষ Samik-এর

নিজস্ব প্রতিবেদন: 'প্রত্যেক পরীক্ষায় তৃণমূল (TMC) সরকার নাকি ফার্স্ট! কারণ, প্রশ্ন ওদের তৈরি, খাতাও ওরাই দেখছে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দেওয়া পরিসংখ্যানকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর পাল্টা প্রশ্ন, 'কাজের এত সুযোগ থাকলে রাজ্য থেকে ৭০ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন বাইরে যান? বেঙ্গালুরুর দ্বিতীয় ভাষা কেন বাংলা? সুরাটে কেন এত বাংলা পাড়া? সরকারি চাকরিতে সংরক্ষণে মুসলিমরা কেন পিছিয়ে? সব প্রশ্নের যদি প্রকৃত উত্তর পাওয়া যায়, তাহলে নলেন গুড়ের রসগোল্লাও থাকবে, ধোকলাও থাকবে।'

আরও পড়ুন: সঙ্গীতমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ডিসেম্বর-জানুয়ারিতে রাজ্যে ৬৩০টি মেলা: Mamata

বোলপুরে রোড-শো-তে ব্যাপক সাড়া। দু'দিনের রাজ্য সফরে এসে রবিবার পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেছিলেন,  শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য- সবক্ষেত্রেই বাংলা দেশের অন্যান্য রাজ্যের চেয়ে নীচে নেমে গিয়েছে। মঙ্গলবার নবান্ন থেকে পরিসংখ্যান তুলে ধরে পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। জিডিপি বৃদ্ধির হার- শিল্পের বিকাশ- প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ- সরকারি স্বাস্থ্য পরিষেবা, পরিসংখ্যানে কিছুই বাদ দেননি তিনি। সঙ্গে অমিত শাহ-কে (Amit Shah) কটাক্ষ, 'জেনে নিয়ে কথা বলা উচিত। বাংলাকে দুঃস্বপ্নের নগরী হিসেবে দেখিয়ে গিয়েছেন। বাংলা মানেই কাজ নেই। কোথায় ছিলেন সিপিএমের ৩৪ বছরে? এখন বাংলা ঝকঝক-চকচক করছে। ঈর্ষাকাতর হয়ে পড়ছেন।' এমনকী, চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য শাহের (Amit Shah) কাছে ধোকলাও খেতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: 'দলের সঙ্গে কোনও দূরত্ব নেই', জল্পনা উড়িয়ে বললেন Rajib

এদিন দলের সফর দফতরে সাংবাদিক সম্মেলনে করে সেই পরিসংখ্যানের জবাবেই মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) একহাত নিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন,  'মহারাষ্ট্রে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মারা গেলেন মুর্শিদাবাদে সংখ্যালঘু সম্প্রদায়ের বাঙালি মানুষেরা। যে রাজ্য সংখ্যালঘু উন্নয়নে এক নম্বরে, সেই রাজ্য়ে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কীভাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল করে ইমারত তৈরি হয়! সব প্রশ্নের জবাব সাম্প্রদায়িকতা হতে পারে না, সব প্রশ্নের জবাব দাঙ্গা হতে পারে না, সব প্রশ্নের জবাব বাংলাভাষী আর হিন্দিভাষী হতে পারে না!' বহিরাগত ইস্যুতে তৃণমূলকে (TMC) শমীকের কটাক্ষ, 'রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) কি শুধুই বাংলার ছিলেন? বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar) বা নেতাজি (Netaji Subhas Chandra Bose) কি শুধু বাংলার ছিলেন, নাকি জওহরলাল নেহরু (Jawaharlal Nehru) কি শুধুই উত্তরপ্রদেশের মানুষ ছিলেন? যাঁরা বাংলা ও বাঙালির কথা বলছেন, তাঁরা যে ভাষায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন, তার সঙ্গে বাঙালির সত্ত্বার কোনও মিল নেই। বাঙালি সত্ত্বাকে স্পর্শ করতে পারছে না। মানুষকে নতুন করে কিছু বলার নেই। যেখানে বিজেপি পৌঁছাচ্ছে, সেখানেই এখন শুধু পাল্টা কর্মসূচি নিচ্ছে তৃণমূল। প্রতিক্রিয়াশীল রাজনীতি করছে।'

.