দেখে নিন ২০১৪-র লোকসভা নির্বাচনের বিচারে কোন কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি

রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গেল আজ থেকেই। এ বছর নির্বাচনে কেমন ফল করবে বিজেপি? না, মাথা চুলকে, খুব ভেবে, ভবিষ্যত্‍ মিলিয়ে দেওয়া নয়। আমরা আপনাদের বলে দিচ্ছি গত লোকসভা নির্বাচন অনুযায়ী কোন ২২ টি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। তাহলে অন্তত আপনি একটা সম্যক ধারণা পাবেন।

Updated By: Mar 4, 2016, 03:36 PM IST
দেখে নিন ২০১৪-র লোকসভা নির্বাচনের বিচারে কোন কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি

ওয়েব ডেস্ক: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গেল আজ থেকেই। এ বছর নির্বাচনে কেমন ফল করবে বিজেপি? না, মাথা চুলকে, খুব ভেবে, ভবিষ্যত্‍ মিলিয়ে দেওয়া নয়। আমরা আপনাদের বলে দিচ্ছি গত লোকসভা নির্বাচন অনুযায়ী কোন ২২ টি কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। তাহলে অন্তত আপনি একটা সম্যক ধারণা পাবেন।

দেখে নিন ২০১৪-র লোকসভা নির্বাচনের বিচারে কোন কোন বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি

১) ইংরেজবাজার (মালদা)
২) মাদারিহাট (আলিপুরদুয়ার)
৩) কালচিনি  (জলপাইগুড়ি)
৪) ইসলামপুর   (উত্তর দিনাজপুর)
৫) ফাঁসিদেওয়া  (দার্জিলিং)
৬) নকশালবাড়ি  (দার্জিলিং)
৭) দার্জিলিং     (দার্জিলিং)
৮) কার্শিয়াং     (দার্জিলিং)
৯) কালিম্পং     (দার্জিলিং)
১০) শিলিগুড়ি     (দার্জিলিং)
১১) কৃষ্ণনগর উত্তর  (নদিয়া)
১২) বসিরহাট দক্ষিণ  (উত্তর ২৪ পরগনা)
১৩) রানিগঞ্জ        (বর্ধমান)
১৪) আসানসোল দক্ষিণ  (বর্ধমান)
১৫) কুলটি           (বর্ধমান)
১৬) আসানসোল উত্তর    (বর্ধমান)
১৭) শ্রীরামপুর         (হুগলি)
১৮) খড়গপুর সদর    (পশ্চিম মেদিনীপুর)
১৯) জোড়াসাঁকো    (কলকাতা)
২০) ভবানীপুর    (কলকাতা)
২১) বিধাননগর    (উত্তর ২৪ পরগনা)
২২) বারাবনি        (বর্ধমান)

.