West Bengal Assembly: বিধানসভায় পেয়ারা এনেছিলেন স্পিকার, নিলেন না বিজেপি বিধায়করা!
বারুইপুরের পেয়ারা বিখ্য়াত। সেই বারুইপুরেরই বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন বিধায়কদের পেয়ারা বিল করেন তিনি।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বিধানসভায় স্পিকারের দেওয়া পেয়ারা ফিরিয়ে দিলেন বিজেপি বিধায়করা। তাঁদের বক্তব্য, শীতকালীন অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছেন স্পিকার। জাতীয় সংগীত অবমাননার অভিযোগ করা হচ্ছে। সেকারণেই পেয়ারা নেবেন না।
বারুইপুরের পেয়ারার খ্যাতি দেশজোড়া। দিল্লি কিংবা মুম্বইয়ে বাজারেও পাওয়া যায় 'বারুইপুরের পেয়ারা'। বছরের পর বছর সেই পেয়ারা খাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ।
বারুইপুরের বিধায়ক বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার ছিল শীতকালীন অধিবেশনের শেষদিন। এদিন ছোট ছোট পলিথিন প্য়াকেট পেয়ারা বিলি করেন স্পিকার। শাসকদলের বিধায়কদের অনেকেই প্যাকেট খুলে বিধানসভাতেই পেয়ারা খেতে শুরু করেন। কিন্তু বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গাকে যখন পেয়ারা নিতে বলেন স্পিকার, তখন তা ফিরিয়ে দেন তিনি।
আরও পড়ুন: WB Weather Update: শীতের দরবারে অনাহূত বর্ষা! ভোর থেকেই বিপর্যস্ত কলকাতার জনজীবন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)