Babul: রাজনীতিকে খেলা মনে করি না, যাঁরা খেলতে চায় তাঁদের দলেই গিয়েছেন: BJP

দিলীপ ঘোষের ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে বর্ণপরিচয় উপহার দেবেন বলে জানিয়েছেন বাবুল (Babul Supriyo)। জবাব দিলেন শমীক। 

Updated By: Sep 19, 2021, 10:19 PM IST
Babul: রাজনীতিকে খেলা মনে করি না, যাঁরা খেলতে চায় তাঁদের দলেই গিয়েছেন: BJP

নিজস্ব প্রতিবেদন: বাবুল (Babul Supriyo) বলেছেন,'আমাকে চূড়ান্ত  একাদশে সুযোগ দেওয়ার জন্য মমতাদিদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব।' তার পাল্টা দিল বিজেপি (BJP)। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন,'আমাদের দল রাজনীতিকে খেলা মনে করে না। যাঁরা খেলতে চায় তাঁদের দলেই গিয়েছেন উনি।'

মমতার সঙ্গে ঝালমুড়ি কটাক্ষের জবাব দিতে গিয়ে এ দিন বাবুল (Babul Supriyo) বলেন,'মানুষের কাজের জন্য বিজেপি নেতাদের সঙ্গে ধোকলাও খাব।' এনিয়ে শমীকের (Samik Bhattacharya) পাল্টা মন্তব্য,'ঝালমুড়ি, ভেলপুরি বা উপমা রাজনীতি নিয়ে স্বচ্ছন্দ নন পশ্চিমবঙ্গের মানুষ।' আরও একবার বিজেপিকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বিজেপি মুখপাত্র বলেন,'আসানসোলবাসী ও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নিজের পারিবারিক ঐতিহ্যের সঙ্গে সুবিচার করেননি।  মনে করেছিলেন খেলবেন। এখানে খেলা সুযোগ ছিল না। রাজনীতিকে আমরা খেলা বলে মনে করি না।'

'রাজনৈতিক পর্যটক' বলে বাবুলকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কিন্তু গত বিধানসভা ভোটের আগে তো বিজেপিই যোগদান মেলা করছিল? তা যে কার্যত ব্যুমেরাং হয়েছে স্বীকার করে নিলেন শমীক (Samik Bhattacharya)। তাঁর কথায়,'লোকে মনে করেছে আমরা ট্যুরিস্ট হাব করেছিলাম। সেই মানুষগুলো চলে যাচ্ছে। যাঁরা যত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি নিয়ে কথা বলতেন তাঁরাই চলে গিয়েছেন। ১২০ পেরিয়ে গেলে পরিস্থিতি কী হত, কে কে ঢুকতেন তা মমতাও জানেন। পরিস্থিতির বাধ্যবাধ্যকতায় মন্ত্রী করেছেন। একই কারণে আমরাও কয়েকজনের হয়ে সওয়াল করছি।' 

 

দিলীপ ঘোষের ভাষাজ্ঞান নিয়ে প্রশ্ন তুলে বর্ণপরিচয় উপহার দেবেন বলে জানিয়েছেন বাবুল। শমীকের জবাব,'আগামী বিচার করবে দিলীপ ঘোষের অবদান, নেতৃত্ব ও ভাষাজ্ঞান। দিলীপদার বাংলা হয়ে থাকলে পরোক্ষে স্বীকার করছেন দিলীপ ঘোষ ব্র্যান্ড। কম সময়ের রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।'

আরও পড়ুন- TMC-তে যাওয়ার এটাও কারণ! Babul-কে দু'বার ফোন করে কী এমন বলেছিলেন Mamata

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.