রাজ্যের পুজো কবজা করার কৌশল তৃণমূলের কাছে ট্রেনিং নিক বিজেপি, পরামর্শ সুব্রতর
'এভাবে হয় না, আগে আমাদের কাছে ট্রেনিং নিক', বিস্ফোরক মন্ত্রী...
নিজস্ব প্রতিবেদন : বিজেপি চাইলেও পশ্চিমবঙ্গের পুজোকে দখল করতে পারবে না। আজ একডালিয়া এভারগ্রিনে খুঁটিপুজোয় অংশ নিয়ে বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতি কটাক্ষ করলেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একডালিয়া এভারগ্রিন সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। এদিন খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও। সুব্রতবাবুর সুরেই বিজেপির বাংলা দখলের চেষ্টাকে কটাক্ষ করেছেন শোভনদেবও।
লোকসভা ভোটে বাংলায় তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়ে ১৮ আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি শিবির। একদিকে যেখানে তৃণমূলের নৌকা ডুবেছে, সেখানেই উড়েছে গেরুয়া নিশান। লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই এরপর শুরু হয়ে যায় ব্যাপক হারে দলবদলের পালা। দলে দলে তৃণমূল কর্মী, নেতারা বিজেপিতে নাম লেখাতে শুরু করে। দলবদলের জেরে বেশ কয়েকটি পুরসভা হাতছাড়া হয় তৃণমূলের। যদিও পরে আবার দলত্যাগী সেইসব তৃণমূল নেতা, কর্মীদের অনেকেই 'ঘর বাপসি' করেন। পুরসভা পুনরুদ্ধার করে তৃণমূল।
ছবিতে দেখুন, অমিত অনুকরণ! আদিবাসীর ঘরে আলুসেদ্ধ-ডিম ভাত নৈশভোজে 'জনসংযোগ' খাদ্যমন্ত্রীর
এদিন খুঁটিপুজোয় অংশ নিয়ে সেই বিষয়টিকে উল্লেখ করেই বিজেপিকে নিশানা করেন সুব্রত মুখোপাধ্যায়। বলেন, "আগে এই বছরটা ওরা আমাদের কাছে ট্রেনিং নিক। ওরা পঞ্চায়েত, এমএলএ যে স্টাইলে দখল করছে, সেই স্টাইলে পুজো দখল করতে চাইছে। এভাবে হয় না। বিজেপি চাইলেও এরাজ্যের পুজো দখল করতে পারবে না।" একই সুর শোনা যায় শোভনদেব চট্টোপাধ্যায়ের কথাতেও। হুঁশিয়ারি দেন, "এরাজ্যে পুজোয় ওভাবে কবজা করা যায় না। পুজো কবজা করতে এলে মুখ থুবড়ে পড়তে হবে বিজেপিকে।"
ছবিতে দেখুন, জনসংযোগ বাড়াতে অনুসরণ মোদীকেই! স্থানীয়দের সঙ্গে যোগা করলেন মন্ত্রী গৌতম দেব
এদিন একডালিয়া এভারগ্রিনের খুঁটিপুজোয় ঢাক বাজাতে দেখা যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়কে দেখা যায় ফুল-বেলপাতা সহ মনযোগ সহকারে পুজো দিতে। খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও।