Mamata In West Bengal Assembly: বিধানসভায় বিজেপির 'জয় শ্রীরাম', পাল্টা মুখ্যমন্ত্রী বললেন, 'জয় বাংলা'

 "মনে রাখবেন বাংলায় রয়্য়াল বেঙ্গল টাইগার আছে। অব কি বার, বিজেপি পগারপার।", বিজেপিকে হুঁশিয়ারি মমতার (CM Mamata Banerjee)

Updated By: Mar 9, 2022, 07:08 PM IST
Mamata In West Bengal Assembly: বিধানসভায় বিজেপির 'জয় শ্রীরাম', পাল্টা মুখ্যমন্ত্রী বললেন, 'জয় বাংলা'

কে টি আলফি

বুধবার রাজ্য বিধানসভার (West Bengal Assembly) অধিবেশনে তুমুল হট্টগোল। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বিজেপি বিধায়কদের 'জয় শ্রীরাম' স্লোগান। পাল্টা 'জয় বাংলা' স্লোগান দিলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। 

বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের সময় গন্ডগোল করার অভিযোগ বিজেপি বিধায়ক মিহির গোষামী ও সুদীপ মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেন স্পিকার। এর প্রতিবাদে বুধবার বিধানসভায় ভাষণ রাখেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এরপরই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। অভিযোগ, মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরু করলেই বিক্ষোভ শুরু করেন বিজেপি (BJP) বিধায়করা।  'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন তাঁরা। বিধানসভায় তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, "বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি (BJP)। ওরা মানুষের কথা শোনে না। ওদের একটাও আসন দেওয়া উচিত নয়। খালি দাঙ্গা করে। সমস্ত অপপ্রচারের জবাব দিয়েছে বাংলার মানুষ। মনে রাখবেন বাংলায় রয়্য়াল বেঙ্গল টাইগার আছে। অব কি বার, বিজেপি পগার পার।"

বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, "যারা সাধারণভাবে নিজেরে এলাকাতেই জিততে পারে না তারা আবার বড় বড় কথা বলে! আমরা চাই শান্তি। ওরা চায় অশান্তি। আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ। ওদের বিশ্রাম নেওয়ার সময় এসেছে। কাজ করতে জানে না, কাজ করতে পারে না। সবুজ সাথী, শিক্ষাশ্রী সব করেছি আমরা। বাংলা দীর্ঘদিন পিছিয়ে ছিল। এখন উন্নয়নের শিখরে উঠেছে। যারা ভাষা জানে না, এনআরসি আন্দোলন করলে গুলি করে মারে, কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেয় তারা আবার কথা বলে কী করে। বিজেপি বলেছিল অব কি বার ২০০ পার। এবার অব কি বার পগার পার হবে।"

একই সঙ্গে "জয় বাংলা" স্লোগান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কৃষকরা আমাদের গর্ব। আমরা কৃষকদের উপর দিয়ে গাড়ি চালাই না। দেশকে ধ্বংস করেছে বিজেপি। আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ। আমরা কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাইনি৷ দেশটার সর্বনাশ করে দিয়েছে। লজ্জা নেই। আমফানে টাকা দেয়নি।"

আরও পড়ুন: Suvendu Adhikari: 'মমতার বক্তব্যে CBI-NIA; মনে হচ্ছে ঘনিষ্ঠ ও আত্মীয়দের নিয়ে চিন্তিত, এনজয় করেছি': শুভেন্দু

আরও পড়ুন: Kunal Ghosh: 'শুভেন্দু যত মুখ দেখাবে, তত প্রত্যাখ্যাত হবে,' তীব্র কটাক্ষ কুণালের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.