Adenovirus, BJP: অ্যাডিনো ইস্যুতে পথে বিজেপি, স্বাস্থ্যভবনের সামনে ধুন্ধুমার
কর্মসূচি পূর্ব ঘোষিতই ছিল। এদিন সল্টলেকে স্বাস্থ্যভবন ও লাগোয়া এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিসও।
মৈত্রেয়ী ভট্টাচার্য: অ্যাডিনো সংক্রমণে কেন প্রকোপে রাশ টানা যাচ্ছে না? কেন একের পর এক শিশুর মৃত্যু? এবার পথে নামল বিজেপি। স্বাস্থ্যভবনের সামনে দলের কর্মীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি। তুমুল উত্তেজনা সল্টলেকে।
কর্মসূচি পূর্ব ঘোষিতই ছিল। এদিন সল্টলেকে স্বাস্থ্যভবন ও লাগোয়া এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল প্রশাসন। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিসও।
আরও পড়ুন: SFI -এর বিধানসভা অভিযান, মিছিল শুরুর আগেই আটক কর্মীরা
ঘড়িতে তখন ১ টা। দুপুরে করুণাময়ী বাসস্ট্যান্ডের জমায়েত করেন বিজেপি যুব মোর্চা ও মহিলা মোর্চার সদস্যরা। নেতৃত্বে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। সঙ্গে বিধায়ক অগ্নিমিত্রা পলও। পরিকল্পনা ছিল, প্রথমে করুণাময়ী থেকে স্বাস্থ্যভবন পর্যন্ত মিছিল, তারপর স্বাস্থ্য়কর্তাদের ডেপুটেশন দেওয়া হবে। সেইমতো মিছিলও শুরু হয়ে গিয়েছিল।
তাহলে? স্বাস্থ্যভবনের সামনে পৌঁছতেই সেই মিছিল আটকায় পুলিস। এরপর দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন বিধায়ক অগ্নিমিত্র পলকে। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
এদিকে রাজ্যে শিশুমৃত্যু অব্য়াহত। কলকাতা বিসি রায়ের হাসপাতালে ভর্তি ছিল রানাঘাটের বাসিন্দা ঈষিতা অ্যাঞ্জেল গোমস। বয়স মাত্র ৪ বছর ৬ মাস। এদিন সকালে মৃত্যু হয় তার।