তৃণমূলের ২১ জুলাইয়ের সভায় বাগড়া দিতে অভিনব কৌশল নিতে চলেছে বিজেপি
চলতি বছর একুশে জুলাই বেশ তাত্পর্যপূর্ণ। লোকসভা ভোটে ধাক্কার পর নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেবেন দলনেত্রী।
নিজস্ব প্রতিবেদন: একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের সভা ভেস্তে দিতে কাটমানি ইস্যুকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি। সে কথা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। জানালেন, জায়গায় জায়গায় তৃণমূলের বাস আটকে কাটমানি উশুল করবেন সাধারণ মানুষ।
লোকসভা ভোটের পর ২১ জুলাই প্রথম বড় সভা করতে চলেছে তৃণমূল। সভায় রেকর্ড সংখ্যক ভিড় আনার পরিকল্পনা করেছে ঘাসফুল শিবির। কিন্তু সভায় বাগড়া দেওয়ার পরিকল্পনা ছকে ফেলেছে বিজেপি। তার ইঙ্গিত দিলেন বিজেপির জাতীয় সম্পাদক। তাঁর কথায়,'২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের সভায় তো আসবে সব কাটমানিখোররা। পঞ্চায়েত, পুরসভায় যারা কাটমানি খেয়েছে তারাও আসবে। সেই সমস্ত কাটমানিখোরদের বাস আটকে, কাটমানি উশুল করে শহিদ দিবসের অনুমতি দেবেন সাধারণ মানুষ। জায়গায় জায়গায় ব্যাপক ঘেরাও হবে ২১ তারিখ'।
সংগঠিতভাবে রাজনৈতিক দলের বাস আটকে দেওয়া সাধারণ মানুষের কাজ নয়, তা সকলেরই জানা। বিজেপি সূত্রের খবর, রবিবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের বাস আটকানোর ছক যে বিজেপি কষে ফেলেছে, তা স্পষ্ট। অনেকের মতে, রবিবার সকালে রাজ্যের বিভিন্নপ্রান্তে বাঁধতে চলেছে দুপক্ষের ধুন্ধুমার।
চলতি বছর একুশে জুলাই বেশ তাত্পর্যপূর্ণ। লোকসভা ভোটে ধাক্কার পর নেতা-কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেবেন দলনেত্রী। একইসঙ্গে ইভিএম নয়, ব্যালটে ভোটের দাবিতেও সোচ্চার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- "সময় দিন, দিলীপ ঘোষ মাইনে বাড়িয়ে দেবেন" প্রাথমিক শিক্ষকদের পরামর্শ পার্থর