কলকাতা পুরভোটে বিজেপিকে প্রার্থী জোগাবে তৃণমূল

তৃণমূলের বিক্ষুব্ধদের প্রার্থী করেই কি পুরভোটে বাজিমাত করতে চাইছে বিজেপি? এমনটাই মনে করছেন  রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন রাহুল সিনহারা। এবারে তাই তৃণমূলের টিকিট না পাওয়া অনেককেই দেখা যেতে পারে বিজেপির প্রার্থী তালিকায়।

Updated By: Mar 7, 2015, 07:41 PM IST
কলকাতা পুরভোটে বিজেপিকে প্রার্থী জোগাবে তৃণমূল

ওয়েব ডেস্ক:তৃণমূলের বিক্ষুব্ধদের প্রার্থী করেই কি পুরভোটে বাজিমাত করতে চাইছে বিজেপি? এমনটাই মনে করছেন  রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন রাহুল সিনহারা। এবারে তাই তৃণমূলের টিকিট না পাওয়া অনেককেই দেখা যেতে পারে বিজেপির প্রার্থী তালিকায়।

রবিবার কলকাতা পুরভোটের দলের প্রার্থীদের নাম ঘোষণা করবে তৃণমূল। বিজেপির দাবি, রাজ্যজুড়ে পুরভোটে তাঁরাই শাসক দলের মূল প্রতিপক্ষ। তাই প্রার্থী তালিকাও একটু রয়ে সয়ে ঘোষণা করতে চান রাহুল সিনহারা। তৃণমূলের তালিকা প্রকাশের অন্তত দুদিন পর  প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। শনিবার ছিল  রাজ্য বিজেপির দফতরে নির্বাচনী বৈঠক । সেখানে রাহুল সিনহার দাবি, যে কোনও প্রার্থী নন, জিতবেন এমন লোকেদেরই এবারে পুরভোটে প্রার্থী করবে বিজেপি।

জিতবেন যাঁরা তেমন প্রার্থীদের কী করে খুঁজে বার করবেন রাজ্য বিজেপির সভাপতি? রাজনৈতিক মহলের একাংশের ধারণা, আসলে সেধরণের প্রার্থীদের জন্য এখন বিজেপি নেতাদের নজর অন্য দলের শিবিরে।  বিশেষ করে নজর রয়েছে  শাসকদল তৃণমূলের দিকে। তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকা বিক্ষুব্ধরাই এখন বিজেপির টার্গেটে। তাঁদের প্রার্থী করেই বিজেপি এবার পুরভোটের বৈতরণী পেরোতে চাইছে। আর সেকারণেই আপাতত তাঁরা তাকিয়ে রবিবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিকে।

 

.