প্রোমোটারকে দিয়ে প্রতিবন্ধী হোম স্থানান্তরের অভিযোগ কতৃপক্ষের বিরুদ্ধে

এবার কি তবে প্রোমোটারে থাবা মানসিক প্রতিবন্ধীদের হোমেও? অনন্তত এমনটাই অভিযোগ মানিকতলার মানুষের। তাঁদের দাবি, ২০ নাম্বার ওয়ার্ডের বোধিপীঠ হোমের বাড়িটি প্রমোটারকে দিয়ে আবাসিকদের সরিয়ে নিয়ে যেতে চাইছেন হোম কর্তৃপক্ষ। যদিও অভিযোগ মানতে নারাজ হোম কর্তৃপক্ষ।

Updated By: Mar 21, 2014, 02:16 PM IST

এবার কি তবে প্রোমোটারে থাবা মানসিক প্রতিবন্ধীদের হোমেও? অনন্তত এমনটাই অভিযোগ মানিকতলার মানুষের। তাঁদের দাবি, ২০ নাম্বার ওয়ার্ডের বোধিপীঠ হোমের বাড়িটি প্রমোটারকে দিয়ে আবাসিকদের সরিয়ে নিয়ে যেতে চাইছেন হোম কর্তৃপক্ষ। যদিও অভিযোগ মানতে নারাজ হোম কর্তৃপক্ষ।

৬৫ বছর ধরে মানিকতলার এই বাড়িতেই রয়েছে বোধীপিঠ, মানসিক প্রতিবন্ধীদের হোম। হোমটিকে মহিষবাথানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রোমোটারের সঙ্গে যোগসাজস করেই হোম অন্যত্র স্থানান্তরিত করতে চাইছে কর্তৃপক্ষ।

যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, নিজেদের স্বার্থেই হোম স্থানান্তরে বাধা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানান্তরের কারণ যাই হোক না কেন, স্থানীয় বাসিন্দা ও হোম কর্তৃপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে আপাতত অনিশ্চয়তায় হোমের আবাসিকদের ভবিষ্যত্‍।

.