দিনে দুপুরে বোমের আওয়াজে কেঁপে উঠল বৌবাজার
আজ থেকে শুরু হল কলকাতা বইমেলা। সাধারণের জন্য খুলে দেওয়া হবে আগামিকাল থেকে। এবছর বইমেলা চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত। মিলন মেলা প্রাঙ্গণে আটত্রিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার এবারের থিম কান্ট্রি পেরু। উদ্বোধন করলেন পেরির সাহিত্যিক ফ্রান্সিস ডেনিগ্রি। ছিলেন মুখ্যমন্ত্রী। এবারের বইমেলায় সবমিলিয়ে থাকছে সাড়ে ৭৫০টি স্টল। অংশ নিচ্ছে ৮০০-ও বেশি প্রকাশনা সংস্থা। তার মধ্যে রয়েছে ২৯টি বিদেশি প্রকাশনা সংস্থা।
দিনে দুপুরে বোমাবাজির জেরে উত্তপ্ত হয়ে উঠল বৌবাজার এলকা। আজ দুপুরে দুই গোষ্ঠীর বোমাবাজিতে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় দোকানপাট। বোমার আওয়াজে মানুষজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, সোমেন মিত্র কংগ্রেস যোগ দেওয়ার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে কংগ্রেস সমর্থকেরা। তারাই এদিন বোমাবাজি করে। তবে কংগ্রেস নেতাদের পাল্টা অভিযোগ, সোমেন মিত্র কংগ্রেসে ফেরার পর থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলই। বোমার আওয়াজের বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিস।
দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।