পুনশ্চ পুনরায় আদালতে

একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানো নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করল প্রকাশনা সংস্থা পুনশ্চ। ওই প্রকাশনা সংস্থার দাবি সংসদের টেন্ডারের নথিতে গরমিল রেয়েছে। একাদশ শ্রণির পাঠ্য পুস্তক নিয়ে করা পুরনো মামলাকে চ্যালেঞ্জ না করেই নতুন করে এই মামলা দায়ের করেছে পুনশ্চ।

Updated By: Aug 2, 2013, 04:57 PM IST

একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানো নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করল প্রকাশনা সংস্থা পুনশ্চ। ওই প্রকাশনা সংস্থার দাবি সংসদের টেন্ডারের নথিতে গরমিল রেয়েছে। একাদশ শ্রণির পাঠ্য পুস্তক নিয়ে করা পুরনো মামলাকে চ্যালেঞ্জ না করেই নতুন করে এই মামলা দায়ের করেছে পুনশ্চ।
এর আগে একাদশ শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানোর ক্ষেত্রে টেন্ডারে সর্বনিম্ন দর দেওয়া সত্ত্বেও বঞ্চিত করা হয়েছে তাদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করছিল প্রকাশনা সংস্থা পুনশ্চ। এদিনের মামলায় পুনশ্চের সেই দাবি আরও জোড়ালো হয়েছে বলে মত আইনজীবা  মহলের। আগামী সপ্তাহে বিচারপতি সঞ্জীব চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হবে।

.