দেশ জুড়ে উজ্জ্বল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফ্যাকাসে হয়েই থাকল প্রদেশ কংগ্রেস দফতর

দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন হল। পতাকা উত্তোলন হল প্রদেশ কংগ্রেস দফতরেও। কিন্তু ছবিটা যেন কেমন ফ্যাকাসে। এক নেতা ছাড়া দেখা গেলনা কাউকেই। সবাই ব্যস্ত যে যার মত।

Updated By: Aug 15, 2015, 03:43 PM IST
দেশ জুড়ে উজ্জ্বল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফ্যাকাসে হয়েই থাকল প্রদেশ কংগ্রেস দফতর

ব্যুরো: দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন হল। পতাকা উত্তোলন হল প্রদেশ কংগ্রেস দফতরেও। কিন্তু ছবিটা যেন কেমন ফ্যাকাসে। এক নেতা ছাড়া দেখা গেলনা কাউকেই। সবাই ব্যস্ত যে যার মত।

প্রদেশ কংগ্রেসের এখন পাঁচজন সাংসদ। ৩২ জন বিধায়ক। পাঁচজন কাউন্সিলর। সদস্য কয়েক লক্ষ। উপস্থিত শুধুমাত্র প্রদীপ ভট্টাচার্য।

স্বাধীনতা দিবস। লালকেল্লা থেকে পাড়ার মোড়। উড়ছে জাতীয় পতাকা।

কংগ্রেসের কাছে স্বাধীনতা দিবসের গুরুত্ব আরও একটু যেন অন্যরকম। কারণ তাদের দাবি, কংগ্রেসই একমাত্র দল যারা স্বাধীনতা এনেছে।

কিন্তু এ কেমন প্রদেশ কংগ্রেস দফতরে স্বাধীনতা দিবসের উত্‍যাপন?  

উপস্থিত একমাত্র সাংসদ প্রদীপ ভট্টাচার্য। সঙ্গে হাতে গোনা মাঝারিমাপের কয়েকজন নেতা। ধারে কাছে নেই অন্য কোনও সাংসদ, বিধায়ক।

অফিসের মধ্যে ছোট্ট একটা মঞ্চ। সাড়ে দশটায় এসে পতাকা তুলে চলে যান প্রদীপ বাবু।  

প্রদেশ সভাপতিই বা কোথায়? নিজের জেলায় স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত তিনি। বাকি নেতারা? সবাই ব্যস্ত নিজের মতন করে। সময়ই হয়নি প্রদেশ দফতরে আসার!  

স্বাধীনতার ৬৮ বছরের দিনে ধরা পড়ল প্রদেশ কংগ্রেসের ছন্নছাড়া ছবিটা।

.