তৃণমূল ভবনে মমতার ঘরে আশ্রয় লক্ষ্মী পেঁচার, নিয়ে গেল বন দফতর

তৃণমূল নেত্রীর ঘরের আশেপাশেই বাসা বেঁধেছিল লক্ষ্মী পেঁচাটি (Brown Owl)।

Updated By: Jun 25, 2021, 07:07 PM IST
তৃণমূল ভবনে মমতার ঘরে আশ্রয় লক্ষ্মী পেঁচার, নিয়ে গেল বন দফতর

নিজস্ব প্রতিবেদন: বেড়েছে দলের বহর। বাইপাসের ধারে তৃণমূলের রাজ্য অফিসে স্থান সঙ্কুলান। শুরু হয়েছে নতুন ভবন নির্মাণের কাজ। সেজন্য নথি, আসবাবপত্র সরানোর কাজ চলছে। সেই কাজেই শুক্রবার তৃণমূল ভবনে নেত্রীর ঘর থেকে উদ্ধার হল একটি লক্ষ্মী পেঁচা (Brown Owl)। ওখানেই বাসা বেঁধেছিল সেটি। তাঁকে বন দফতরের হাতে তুলে দেন তৃণমূল কর্মীরা।

 
তৃণমূল নেত্রীর ঘরের আশেপাশেই বাসা বেঁধেছিল লক্ষ্মী পেঁচাটি (Brown Owl)। তার আনুমানিক ওজন ১১ কেজি। জিনিসপত্র সরানোর সময় সেটি নজরে আসে কর্মীদের। তৃণমূল ভবন নতুন করে নির্মাণের জন্য আসবাব ও কাগজপত্র সরানোর কাজ শুরু হয়েছে। পেঁচাটি আশ্রয় নিয়েছিল তৃণমূল নেত্রীর ঘরে। তার ডানায় অল্পবিস্তর আঘাত রয়েছে। বন দফতরের হাতে তুলে দেওয়া পেঁচাটিকে। 
  
বন দফতরের কর্মীরা বলছেন, মাঞ্জা সুতোর আঘাতে জখম হয়েছে পেঁচাটি (Brown Owl)। এরা নিশাচর। বাড়িতে আশ্রয়। আঘাত পেয়ে হয়তো তৃণমূল ভবনে আশ্রয় নিয়েছিল।

আরও পড়ুন- টিকা নিয়ে কিছু ঘটলে বলত মোদীজির দোষ, এটা বৃহত্তর ষড়যন্ত্র, স্বাস্থ্য ভবনে Suvendu

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
  

 

.