একুশে জুলাই কমিশনে সাক্ষ্য দিতে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য
একুশে জুলাই কমিশনে আজ সাক্ষ্য দিতে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেলা সাড়ে বারোটায় কমিশনের দফতরে সাক্ষ্যগ্রহণ। ১৯৯৩ সালের সালের ২১ জুলাই গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাঁর কাছ থেকে বিস্তারিত জানতে চাইবে কমিশন।
একুশে জুলাই কমিশনে সাক্ষ্য দিতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেলা সাড়ে বারোটায় কমিশনের দফতরে সাক্ষ্যগ্রহণ দিতে যান বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৯৩ সালের সালের ২১ জুলাই গুলি চালানোর ঘটনা সম্পর্কে তাঁর কাছ থেকে বিস্তারিত জানতে চাইবে কমিশন।
ওই সময় রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগেই কমিশন ডেকে পাঠিয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। কমিশনে সাক্ষ্য দিয়েছেন বর্তমান শাসকদলের একাধিক নেতা, মন্ত্রী ও বিধায়ক। সাক্ষ্য দিয়েছেন রাজ্যের বর্তমান ও প্রাক্তন পুলিসকর্তারাও।
১৯৯৩ সালের ২১ জুলাই তত্কালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানের সময় পুলিশি গুলি চালনার ঘটনা নিয়ে আজ কমিশনে সাক্ষ্য দেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ তাঁর অভিযোগ, ঘটনার দিন মেট্রো সিনেমার দিক থেকে গুলি চালানো হয়৷ লুঙ্গি ও চটি পড়ে কয়েকজন গুলি চালায়।
প্রসঙ্গত, সেদিন পুলিশের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়৷ ওই ঘটনার তদন্তে ইতিমধ্যেই গঠিত হয়েছে ২১ জুলাই কমিশন৷ সোমবার কমিশনে সাক্ষ্য দেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ তিনি বলেন, ঘটনার দিন যুব কংগ্রেসের সহ-সভাপতি হিসেবে কে সি দাসের সামনে মঞ্চের দায়িত্বে ছিলেন তিনি৷ পুলিশ এসে হঠাৎ মঞ্চ ভাঙতে শুরু করে৷ মেট্রো সিনেমার দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়৷