মমতা-মোদীর আঁতাতের অভিযোগে সোচ্চার, ব্রিগেডের সভায় খরচ নিয়ে প্রশ্ন বুদ্ধদেবের
তৃণমূলের রাজনীতির সঙ্গে আরএসএসের রাজনীতি মিশে এক নতুন রাজনীতি তৈরি হচ্ছে। যা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। মহাজাতি সদনে বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশনে কটাক্ষ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের। তৃণমূল ও বিজেপির প্রচারখাতে বিপুল টাকা বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
তৃণমূলের রাজনীতির সঙ্গে আরএসএসের রাজনীতি মিশে এক নতুন রাজনীতি তৈরি হচ্ছে। যা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। মহাজাতি সদনে বামেদের সাম্প্রদায়িকতা বিরোধী কনভেনশনে কটাক্ষ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের। তৃণমূল ও বিজেপির প্রচারখাতে বিপুল টাকা বরাদ্দ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
পাঁচই ফেব্রুয়ারি ব্রিগেডে মোদির সভা। বিজেপির পরেই ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিগেড সমাবেশের ডাকে দুই দলেরই এখন শহরজোড়া বিজ্ঞাপন। মঙ্গলবার মহাজাতি সদনে বাম কনভেনশনে দুই দলকেই একসঙ্গে তোপ দেগেছেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। দুই দলেরই বিপুল প্রচার খরচ নিয়ে প্রশ্ন তোলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
মোদি-মমতা জোট নিয়েও কটাক্ষ করেন বুদ্ধদেব ভট্টাটার্য।
তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের অভিযোগে বহুদিন থেকেই সরব বামেরা। মঙ্গলবার বাম কনভেনশনে সেই প্রশ্নই আরও একবার সামনে এনেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।
কংগ্রেস ধর্মনিরপেক্ষ হলেও তাদের ঘোষিত নীতির সঙ্গে বাস্তবে বহুক্ষেত্রেই ফারাক রয়েছে বলে মনে করে বামেরা।