শীত ঘুরে দাঁড়াতেই জবুথুব বাঙালি, আরও নামবে পারদ

বিদায় নিতে গিয়েও ঘুরে দাঁড়াল শীত? হঠাত করে বেড়ে যাওয়া উত্তুরে হাওয়ার দাপট কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দুদিন একইভাবে বইবে উত্তুরে হাওয়া। ফলে নামবে পারদ।

Updated By: Jan 28, 2014, 07:43 PM IST

বিদায় নিতে গিয়েও ঘুরে দাঁড়াল শীত? হঠাত করে বেড়ে যাওয়া উত্তুরে হাওয়ার দাপট কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দুদিন একইভাবে বইবে উত্তুরে হাওয়া। ফলে নামবে পারদ।

শেষবেলায় শীতের খেয়ালি ইনিংস। চলতি মরশুমে তাপমাত্রা এগারো ডিগ্রিতেও নেমে গেছে। কিন্তু সেই ঠান্ডার অনুভূতিও ছিল এক থেকে দুদিন। জানুয়ারির শেষে হঠাত্‍ই গতি পেয়েছে উত্তুরে হাওয়া। এর পথে কোনও বাধা না থাকায় শহরে নেমেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দুদিন এভাবেই দাপিয়ে বেড়াবে উত্তুরে হাওয়া।

তবে, শুরু হয়ে গিয়েছে সূর্যের উত্তরায়ণ। তাই দুপুরে তেমনভাবে অনুভুত হবে না শীতের আমেজ। উত্তরবঙ্গ থেকেও শীত বিদায়ের আপাতত সম্ভাবনা নেই। সঙ্গে চলবে কুয়াশার দাপট। এখনও বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীরের ওপর। তাই আবহাওয়াবিদদের মতে গতবছরের মতো এবারও বেশ কিছুদিন ধরে শীতের আমেজ পাবেন রাজ্যবাসী।

.