ভুল শুধরে ব্র্যান্ড ইমেজে জনতার দরবারে আসছে বাম রাজনীতি
কলকাতা: ভুলত্রুটি শুধরে নিতে এবার আমজনতার আদালতে যাচ্ছে সিপিআইএম। বুদ্ধদেব ভট্টাচার্য চৌত্রিশ বছরের বাম শাসনের সাফল্য-ব্যর্থতার যে মূল্যায়ণ করেছেন, তা জনসাধারণের সামনে আনা হবে। সাধারণ মানুষের মতামত নিয়েই আগামী রাজ্য সম্মেলনে চূড়ান্ত হবে পার্টির দলিল।
তাঁর শাসনকালে রাজ্য বিধানসভায় ২৩৫টি আসনের শিখর ছুঁয়েছিল বামফ্রন্ট। আবার তাঁর জমানাতেই বামফ্রন্ট নেমে আসে বাষট্টিতে। সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চৌত্রিশ বছরের বাম শাসনের সাফল্য-ব্যর্থতার মূল্যায়ণ করেছেন। তাঁর চোখ দিয়েই তিন দশকের রাজধর্ম পালনে ত্রুটিবিচ্যুতি দেখতে চেয়েছিল সিপিআইএম। সোমবার আলিমুদ্দিনে দলের রাজ্য কমিটির বৈঠকে বুদ্ধবাবুর তৈরি সেই দলিল পেশ করা হয়।
পশ্চিমবঙ্গের সাতটি বাম সরকারের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ণ করা হয়েছে ওই দলিলে। জনসাধারণের মতামত নেওয়ার জন্য দলিলটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম। বুদ্ধবাবুর মূল্যায়ণের সঙ্গে আমজনতা কী ভাবছে, তা খতিয়ে দেখতে চায় দল। সেকারণে দলিলটি নেটে প্রকাশ করা হবে। যাঁরা আগ্রহী তাঁরা কিনেও পড়তে পারবেন। সাধারণ মানুষ বুদ্ধবাবুর তৈরি মার্কশিট নিয়ে কী ভাবছেন, সেই তথ্যও সংগ্রহ করবে সিপিআইএম। আমজনতার মতামত মূল্যায়ণ করে মার্চে দলের রাজ্য সম্মেলনে দলিলটি পেশ করা হবে।