উষ্ণীষ-এর প্রকাশে বুদ্ধদেব

একজন ইতিহাসের গুণী অধ্যাপক, অন্যজন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের নিজের ক্ষেত্রে পরিচয়ের বাইরে দু`জনেরই ভালবাসার বিষয় কবিতা। পয়লা বৈশাখের বিকেলে ইতিহাসের অধ্যাপক অতীশ দাশগুপ্তের কাব্যগ্রন্থ `উষ্ণীষ`-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে এসে রাজনীতির আঙিনা পেরিয়ে সাহিত্যের আড্ডায় মাতলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Updated By: Apr 14, 2012, 09:14 PM IST

একজন ইতিহাসের গুণী অধ্যাপক, অন্যজন এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজের নিজের ক্ষেত্রে পরিচয়ের বাইরে দু`জনেরই ভালবাসার বিষয় কবিতা। পয়লা বৈশাখের বিকেলে ইতিহাসের অধ্যাপক অতীশ দাশগুপ্তের কাব্যগ্রন্থ `উষ্ণীষ`-এর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে এসে রাজনীতির আঙিনা পেরিয়ে সাহিত্যের আড্ডায় মাতলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
এই বইয়ের ভূমিকাও লিখেছেন তিনি। অনুষ্ঠানে অতীশ দাশগুপ্তের কাব্যগ্রন্থ থেকে কয়েক লাইন পাঠ করেও শোনান বুদ্ধদেববাবু। মৌলালি যুবকেন্দ্রের অনাড়ম্বর সাহিত্যসভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশাপাশি একটু অন্যভাবে পাওয়া গেল কবি অতীশ দাশগুপ্তকেও।

.