বড়বাজারে ঘিঞ্জি এলাকায় স্যানিটাইজার দোকানে আগুন, অল্প জখম এক দমকলকর্মী

ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তার পর হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

Updated By: Jun 21, 2021, 10:47 PM IST
বড়বাজারে ঘিঞ্জি এলাকায় স্যানিটাইজার দোকানে আগুন, অল্প জখম এক দমকলকর্মী

নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় বড়বাজারের ঘিঞ্জি এলাকায় একটি দোকানে লাগল আগুন (Burrabazar Fire)। সেখানে প্রচুর পরিমাণে স্যানিটাইজার মজুত ছিল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে।  
  
সন্ধে ৭টা নাগাদ আগুন লাগে বড়বাজারের (Burrabazar Fire) ১২ নম্বর বোর্ন ফিল্ড লেনের একটি দোকানে। নীচের তলায় স্যানিটাইজার ও স্যানিটাইজার তৈরির সরঞ্জাম মজুত ছিল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ওই দোকানের উপরের তলায় আছে একটি রাখি তৈরির কারখানা (Burrabazar Fire)। সেখানে ছড়ায় আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় ঢুকতে পারেনি দমকল। বড় পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন কর্মীরা। ঘণ্টা তিনেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নেভাতে গিয়ে অল্পবিস্তর জখম হন এক দমকল কর্মী। তাঁর মাথায় বরফ ঘষে দেন সহকর্মীরা।   

ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তার পর হাজির হন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান তিনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

আরও পড়ুন- কেন নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য, জানতে চেয়ে হাইকোর্টে মামলা Suvendu-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

.