বাড়ছে না বাস ভাড়া, অটোর জন্য তৈরি হচ্ছে নয়া রুট
বাসমালিকদের চরম হুঁশিয়ারি সত্ত্বেও ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় রইল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী জানান, বাসমালিকদের ক্ষতি আটকাতে অটো দৌরাত্ম বন্ধ করতে কড়া হচ্ছে রাজ্য। ৭ জানুয়ারি পর্যন্ত অটো চালকদের চরম সময়সীমা বেঁধে দিয়েছেন পরিবহণমন্ত্রী। তারপরই রাজ্য জুড়ে শুরু হবে অটোর বিরুদ্ধে অভিযান।
বাসমালিকদের চরম হুঁশিয়ারি সত্ত্বেও ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অনড় রইল রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী জানান, বাসমালিকদের ক্ষতি আটকাতে অটো দৌরাত্ম বন্ধ করতে কড়া হচ্ছে রাজ্য। ৭ জানুয়ারি পর্যন্ত অটো চালকদের চরম সময়সীমা বেঁধে দিয়েছেন পরিবহণমন্ত্রী। তারপরই রাজ্য জুড়ে শুরু হবে অটোর বিরুদ্ধে অভিযান।
অটোর জন্য তৈরি হচ্ছে নতুন রুটও। পাশাপাশি যে সব অটো গায়ের জোরে বেশি ভাড়া আদায় করছে বা রুট কাটিং করছে তাদের বিরুদ্ধে সাতই জানুয়ারি থেকে শুরু হবে অভিযান। শাস্তি হিসাবে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
যদিও বাস মালিকদের মূল দাবি উপেক্ষিতই থেকে গেল সোমবারের বৈঠকে। পরিবহণ দফতরের যুক্তি, অটো দৌরাত্ম বন্ধ হলেই লাভের মুখ দেখবেন বাস মালিকরা। কিন্তু শহরের বেশিরভাগ রাস্তায় অটো চলে না। সেখানে বাস চালিয়েও লোকসান হচ্ছে বাস মালিকদের। দাবি উঠেছে ভাড়া বৃদ্ধির। সেই দাবি, আড়াল করে পরিবহণ দফতরের বিকল্প দাওয়াই সঙ্কট জিইয়ে রাখল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।