বাসভাড়ায় ফিরছে পুরনো স্টেজ
গত কয়েক দিন ধরেই বর্ধিত নতুন বাস ভাড়া নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। ভাড়া বৃদ্ধির ধোঁয়াশা পদ্ধতি বোধগম্য না হওয়ার দরুণ বাড় ছিল পরিবহণ কর্মীদের সঙ্গে যাত্রীদের বিবাদ। তার উপর গতকাল পার্থ চ্যাটার্জীর মন্তব্যে বিভ্রান্তির ছড়িয়ে ছিল আরও।
গত কয়েক দিন ধরেই বর্ধিত নতুন বাস ভাড়া নিয়ে চরম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল। ভাড়া বৃদ্ধির ধোঁয়াশা পদ্ধতি বোধগম্য না হওয়ার দরুণ বাড় ছিল পরিবহণ কর্মীদের সঙ্গে যাত্রীদের বিবাদ। তার উপর গতকাল পার্থ চ্যাটার্জীর মন্তব্যে বিভ্রান্তির ছড়িয়ে ছিল আরও। ফল স্বরূপ যাত্রীদের মধ্যে বৃদ্ধি পাছিল প্রবল ক্ষোভ। অবশেষে সেই ক্ষোভের কাছেই আত্মসমর্ণ করল রাজ্য সরকার। যাত্রী অসন্তোষের চাপে বাসভাড়া নিয়ে ফের পিছু হঠল তারা। পয়লা নভেম্বর থেকে চালু হওয়া ভাড়ার নতুন স্টেজ বাতিল করা হচ্ছে। তার বদলে ফেরানো হচ্ছে পুরনো স্টেজ। ৩ কিলোমিটার নয়, ন্যূনতম দূরত্ব থাকছে ৪ কিলোমিটারই।
প্রতি স্টেজে ভাড়াবৃদ্ধি হবে এক টাকাই। আপাতত কলকাতা শহরেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। আজ সন্ধেয় মহাকরণে একথা জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।