শহরের অফিসপাড়ায় আগামী ৩ মাস বন্ধ থাকবে রাস্তা, ঘুরপথে যাবে বাস-মিনিবাস
পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন : ডালহৌসি স্কোয়ার চত্বরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হচ্ছে। সেই কারণে ওই অঞ্চলে একটা বড় সময়ের জন্য যানচলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে কলকাতা পুলিস।
কলকাতা পুলিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে সার্কাস অ্যাভেনিউয়ের কড়েয়া রোড ও বেকবাগান রো ক্রসিং থেকে দক্ষিণ দিকের একটি অংশ তিন মাসের জন্য বন্ধ রাখা হবে। এরজেরে আগামী সপ্তাহে থেকে ওই এলাকা ও সংলগ্ন রাস্তাগুলিতে যানজট হওয়ার আশঙ্কা থাকছে। তবে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিস।
আরও পড়ুন, আপনার হারানো সামগ্রী খুঁজে দেবে কলকাতা পুলিসের অনলাইন 'বন্ধু'
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ব্রোবোর্ন রোড ধরে আসা দক্ষিণ কলকাতামুখী বাস-মিনিবাস একেবারে পূর্ব দিক ঘেঁসে দক্ষিণ কলকাতার দিকে যেতে পারবে। অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে বাবুঘাটমুখী বাস-মিনিবাস দক্ষিণ দিক দিয়ে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ,নেতাজি মূর্তির দিক দিয়ে কিংসওয়ে, ওকল্যান্ড ও স্ট্র্যান্ড রোডের দিকের যেতে পারবে।