বাজারে দেখা মিলছে না সরকারি আলুর গাড়ি
কেজি প্রতি আলুর দাম চোদ্দ টাকায় বেধে দিয়েছিল সরকার। কিন্তু বাজারে জ্যোতি আলুর দাম কেজি প্রতি কুড়ি থেকে বাইশ টাকা। ক্রেতাদের অভিযোগ, অধিকাংশ বাজারে পৌছচ্ছে না সরকারি আলুর গাড়ি। এই পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য সোমবার ফের নবান্নে টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: কেজি প্রতি আলুর দাম চোদ্দ টাকায় বেধে দিয়েছিল সরকার। কিন্তু বাজারে জ্যোতি আলুর দাম কেজি প্রতি কুড়ি থেকে বাইশ টাকা। ক্রেতাদের অভিযোগ, অধিকাংশ বাজারে পৌছচ্ছে না সরকারি আলুর গাড়ি। এই পরিস্থিতিতে আলুর দাম নিয়ন্ত্রণের জন্য সোমবার ফের নবান্নে টাস্কফোর্সের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।
বাজারে আলু কিনতে গিয়ে প্রতিদিনই নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। সরকার দাম বেধে দেওয়ার পরেও বেশি দামে আলু কিনতে হচ্ছে, বলে দাবি ক্রেতাদের। সরকারের বেধে দেওয়া দামে আলু বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি করছেন বিক্রেতারাও। তাঁদের অভিযোগ পাইকারি বাজারে নিয়ন্ত্রিত দামে আলু মিলছেই না। সরকারি দাম নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতা-বিক্রেতাদের একাংশ।