ফের প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ী খুন

শনিবার রাতে বড়বাজারের মত ভিড়ে ঠাসা এলাকায় খুন হলেন দুধ ব্যবসায়ী শ্যামসুন্দর পোপট। কী কারণে খুন, তা নিয়ে ধন্দে পুলিস।

Updated By: Feb 11, 2012, 11:18 PM IST

শনিবার রাতে বড়বাজারের মত ভিড়ে ঠাসা এলাকায় খুন হলেন দুধ ব্যবসায়ী শ্যামসুন্দর পোপট। কী কারণে খুন, তা নিয়ে ধন্দে পুলিস।
২১৮ যমুনালাল বাজাজ স্ট্রিটে দীর্ঘদিনের পুরনো দোকান শ্যামসুন্দর পোপটের। প্রতিদিনের মতো শনিবারও দোকান থেকে বেরিয়ে পড়েন সময়মতই। ২০ নম্বর কলাকার স্ট্রিটে যাচ্ছিলেন তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৯টা নাগাদ হঠাত করেই তাঁকে উপুড় হয়ে পড়ে যেতে দেখেন তাঁরা । এর পরেই দু-তিন জন ব্যক্তিকে তাঁরা দৌড়ে পালিয়ে যেতে দেখেন।
বিশুদ্ধাননন্দ সরস্বতী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে যায় বড়বাজার থানার পুলিস। পৌঁছন পুলিসের উচ্চপদস্থ কর্তারাও। মৃত ব্যবসায়ীর পকেট থেকে ৩০ হাজার ১৯০ টাকা পাওয়া গেছে। মৃতদেহের পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। পরে আর খোঁজ মেলেনি ব্যাগটির। সেটির খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।

আদতে গুজরাটের বাসিন্দা শ্যামসুন্দর পোপট দীর্ঘদিন ধরে হাওড়ায় থাকতেন। সম্প্রতি তিনি গল্ফ গ্রীনের ফ্ল্যাটে চলে যান। ছেলে বিজয় পপোট বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন। মেয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রী। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। যদিও পরিবারের লোকজনের দাবি, দুটি ফোন ব্যবহার করতেন তিনি।
খুনের কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি স্রেফ ছিনতাইয়ের ঘটনা, নাকি ব্যবসায়িক অথবা পারিবারিক শত্রুতার জের, তা নিয়ে অন্ধকারে পুলিস। যমুনালাল বাজাজ স্ট্রিট থেকে বেরিয়ে কেন তিনি কলাকার রোডের দিকে কেন গেলেন, সেবিষয়টি এখনও স্পষ্ট নয়। যদিও ব্যবসায়ীর পরিবারের লোকজন এবং দোকানের কর্মীরা জানিয়েছেন, কোনওরকম বিবাদ , গন্ডগোল বা হুমকির ঘটনার কথা তাঁরা জানেন না। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বড়বাজারের মত ভিড়ে ঠাসা এলাকায় প্রকাশ্যে গুলি করে খুন, আতঙ্ক তৈরি করেছে ব্যবসায়ী মহলে।

.