মদন মিত্রর জামিনে কে কী বললেন
সুজনচক্রবর্তী- জামিন পাওয়া না পাওয়াটা একটা প্রসঙ্গ। আসল কথা হল অপরাধীদের খুঁজে বের করা ।
পার্থ চট্টোপাধ্যায় - চিটফান্ডের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। মদন মিত্রের জামিনে প্রমাণ হয়ে গেল, কুত্সা ও মিথ্যাচার করে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না।
আবদুল মান্নান - আদালত মনে করেছে তাই জামিন দিয়েছে। জামিন পাওয়া মানে তো নির্দোষ প্রমাণিত হওয়া নয়। বিচার প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে।
নীলাদ্রি ভট্টচার্য - মদন মিত্র প্রভাবশালী মন্ত্রী। তদন্তে তিনি প্রভাব খাটাতে পারেন। একথা বার বার বলেছেন সিবিআইয়ের আইনজীবীরা। কিন্তু তার বিরোধিতা করা হয়েছিল আদালতে। আজ সেই যুক্তি মেনে নিয়েছেন বিচারক।