বড়বাজারে প্রকাশ্যে বিকোচ্ছে মারণ রাসায়নিক, ২৪ ঘণ্টা এক্সক্লুসিভ
সাধারণ মানুষ জানেন না। অথচ প্রকাশ্যেই বিকোচ্ছে এমন এক মারণ রাসায়নিক, যা হাওয়া বা জলের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটতে পারে। পুলিসের সামনেই চলছে দেদার বেচা-কেনা। ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে উঠছে বড়বাজার অঞ্চল। ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।
সাধারণ মানুষ জানেন না। অথচ প্রকাশ্যেই বিকোচ্ছে এমন এক মারণ রাসায়নিক, যা হাওয়া বা জলের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটতে পারে। পুলিসের সামনেই চলছে দেদার বেচা-কেনা। ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে উঠছে বড়বাজার অঞ্চল। ২৪ ঘণ্টার এক্সক্লুসিভ রিপোর্ট।
ঘিঞ্জি এই অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। আর সেই এলাকাতেই পুলিসের নাকের ডগাতেই বিকোচ্ছে এমন এক মারণ রাসায়নিক, যা হাওয়া অথবা জলের সংস্পর্শে এলে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে।
ক্যালসিয়াম কার্বাইড। সাধারণ মানুষ জানেন, নেহাতই ফল পাকানোর কাজে লাগে এই রাসায়নিক ।
অথচ এর থেকে ঘটতে পারে বিস্ফোরণও। কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে ব্যবসা চলছে ক্যালসিয়াম কার্বাইডের ?
কতটা বিপজ্জনক এই রাসায়নিক ?
কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের অধীন পেট্রোলিয়াম ও বিস্ফোরক সুরক্ষা সংগঠন এবিষয়ে তাদের নির্দেশিকা জারি করেছে। স্পষ্টভাবে আইনের বলেই প্রকাশ্যে ক্যালসিয়াম কার্বাইড কেনা-বেচা নিষিদ্ধ। এমনকী এব্যাপারে নির্দিষ্ট দফতরের কাছ লাইসেন্স নেওয়াও বাধ্যতামূলক।
উনিশশো সাতাশি সালের ক্যালসিয়াম কার্বাইড আইনে নির্দিষ্টভাবে বলা হলেও তার বাস্তব প্রয়োগ যে হচ্ছে না তা স্পষ্ট। তবে জতুগৃহ বড়বাজার অঞ্চলে প্রশাসনের নাকের ডগায় এই ধরণের জিনিস বিক্রি নিয়ে প্রশ্ন উঠেছে।