SSC ED: 'সাদা খাতায় কীভাবে এত চাকরি'? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি

'লাল, নীল, সবুজ, সব নদী সাগরে মিশেছে। মোটা টাকার আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে',  শুনানিতে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

Updated By: Dec 21, 2022, 05:24 PM IST
SSC ED: 'সাদা খাতায় কীভাবে এত চাকরি'? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি

অর্ণবাংশু নিয়োগী: 'সাদা খাতায় কীভাবে এত চাকরি'? গ্রুপডি  OMR শিট মামলায় এবার ইডি-কে তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য,  'মোটা টাকার আর্থিক লেনদেন হয়ে থাকতে পারে। লাল, নীল, সবুজ, সব নদী সাগরে মিশেছে। '

রাজ্যে শিক্ষক নিয়োগে 'দুর্নীতি'। হাইকোর্টের নির্দেশ তদন্তে নেমেছে সিবিআই। সেই মামলাতে ইডি-কে যুক্ত করল আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, 'ইডি তদন্ত করুক। সবরকম পদক্ষেপ করতে পারবে তারা। সত্য় সামনে আনতে পারবে'।  কেন? হাইকোর্টে এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই রিপোর্টে উল্লেখ,  'গ্রুপ ডি-তে ২,৮২৩ জনের প্রাপ্ত নম্বর বা OMR শিট বদল করা হয়েছে। তাঁদের কেউ হয়তো পরীক্ষা ১ পেয়েছিলেন, তো কেউ আবার শূন্য।

এদিন শুনানিতে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'টাকা ছাড়া নম্বর বেড়েছে, এটা বিশ্বাসযোগ্য নয়। গ্রুপ ডিতে  ২,৮২৩ জন পরীক্ষার্থীর OMR শিটের কপি মামলাকারীদের দেওয়া হবে। পরীক্ষা ঠিক কত নম্বর পেয়েছিলেন, OMR শিট স্ক্যান করে দেখবেন তাঁরা'।

আরও পড়ুন: Gangasagar Mela 2023: ইনটেনসিভ কেয়ার ইউনিট, নজরদারির জন্য ড্রোন; গঙ্গাসাগরে প্রস্তুতি নিয়ে কড়া রাজ্য

এদিকে চলতি মাসে কড়া নিরাপত্তায় নজিরবিহীন নিরাপত্তায় রাজ্যে অনুষ্ঠিত হয়েছে টেট। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষের কাছাকাছি। প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এবার রেজাল্টের সঙ্গেই টেট পরীক্ষার্থীদের OMR শিটও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। সংশ্লিষ্ট পরীক্ষার্থী কোন প্রশ্ন কত নম্বর পেয়েছেন, তার উল্লেখ থাকবে OMR শিটে।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.