Hasin Jahan: হাসিন জাহানের বিরুদ্ধে অশ্লীল পোস্ট! পুলিসকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের
ভারতীয় দলের পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। তাঁর বিরুদ্ধে শামি অনুগামীরাই সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করেছেন বলে অভিযোগ। পুলিসকে ব্যবস্থা নিচ্ছে না? মামলা গড়ায় হাইকোর্টে।
অর্ণবাংশু নিয়োগী: সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের বিরুদ্ধে অশ্লীল পোষ্ট! স্রেফ পোস্টগুলি মুছে ফেলা নয়, অভিযুক্তদের বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগকে কড়া ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী।
ঘটনাটি ঠিক কী? ভারতীয় ক্রিকেট দলের পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। স্বামী-স্ত্রীর মধ্যে অবশ্য বনিবনা নেই একেবারেই। দু'জনে এখন আলাদা থাকেন। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন সামি। পালটা নিজের মতামত প্রকাশ করেন তাঁর স্ত্রীও। শুধু তাই নয়, স্বামী-স্ত্রীর বিবাদ ফের একবার প্রকাশ্যে চলে আসে। আর তাতেই ঘটে বিপত্তি।
অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেছেন শামির অনুগামীরা। এমনকী, বাদ যাচ্ছে না হুমকি, অশালীন কথাবার্তাও! কেন? লালবাজারে অভিযোগ দায়ের করেছিলেন শামির স্ত্রী। তাঁর দাবি, সেই অভিযোগের ভিত্তিতে পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, সল্টলেকে ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার ১৬
গতকাল, বৃহস্পতিবার মামলাটি শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থারের সিঙ্গল বেঞ্চ। পুলিস এবার অভিযুক্তদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল আদালত। মামলাকারীর আইনজীবী আশিসকুমার চৌধুরী বলেন, 'হাসিন জাহান একজন উঠতি অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অশালীন পোস্ট করা শাস্তিযোগ্য অপরাধ ও মানহানির শামিল। পুলিসের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি'।