কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসছে ১৬ ফেব্রুয়ারি

ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে এবার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৬ ফেব্রুয়ারি পুলিসের উপস্থিতিতে হবে এই বৈঠক। বৈঠকে কলেজের অধ্যক্ষদের নির্দিষ্ট নির্দেশিকা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Updated By: Feb 14, 2012, 09:11 AM IST

ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে এবার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৬ ফেব্রুয়ারি পুলিসের উপস্থিতিতে হবে এই বৈঠক। বৈঠকে কলেজের অধ্যক্ষদের নির্দিষ্ট নির্দেশিকা দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  
কলকাতায় অবস্থিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের ছাত্র নির্বাচন ঘিরে ইতিমধ্যেই তৈরী হয়েছে অশান্তির পরিবেশ। যে সব কলেজে এখনও কলেজ নির্বাচন প্রক্রিয়া শুরু হয়নি সেইসব কলেজের অধ্যক্ষদের সঙ্গেই ১৬ তারিখ বিকেল ৩টেয় বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি আটকানোই এই বৈঠকের উদ্দেশ্য। প্রায় ১৬টি কলেজের অধ্যক্ষ যোগ দেবেন এই বৈঠকে। আশুতোষ, হেরম্বচন্দ্রের মত উত্তেজনাপ্রবণ কলেজে এখনও ছাত্রসংসদ নির্বাচন হয়নি। তাই কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় তা নিয়ে আলোচোনায় উপস্থিত থাকবেন কলকাতা পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। সবমিলিয়ে কলেজগুলিকে গ্রুপে ভাগ করে প্রশাসনের সাহায্য নিয়ে শান্তিপূর্ণভাবে ছাত্র সংসদ নির্বাচন করানোই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখন মূল লক্ষ্য।

.