শোকপ্রস্তাব নিয়ে বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত হল বিধানসভা

শোকপ্রস্তাব নিয়ে বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত হল বিধানসভা। প্রস্তাবে ভাঙড়-কাণ্ডে নিহতদের নাম নেই কেন? প্রশ্ন তোলেন বিরোধীরা। নোট বাতিলের জেরে ব্যাঙ্ক-ATM-এর লাইনে যাঁদের মৃত্যু হয়েছে বলে শাসকদলের অভিযোগ, তাঁদের নামই বা নেই কেন?বিরোধীদের এই প্রশ্নের মুখেও পড়ে সরকার পক্ষ। নোট বাতিলের জেরে লাইনে দাঁড়িয়ে সারা দেশে মারা গেছেন একশো কুড়ি জন। তাঁদের স্মরণে সংসদে মৌন পালনের দাবি জানিয়েছে তৃণমূল। তা হলে রাজ্য বিধানসভায় শোক প্রস্তাবে এঁদের নাম নেই কেন?

Updated By: Feb 6, 2017, 02:28 PM IST
শোকপ্রস্তাব নিয়ে বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত হল বিধানসভা

ওয়েব ডেস্ক: শোকপ্রস্তাব নিয়ে বিরোধীদের প্রতিবাদে উত্তপ্ত হল বিধানসভা। প্রস্তাবে ভাঙড়-কাণ্ডে নিহতদের নাম নেই কেন? প্রশ্ন তোলেন বিরোধীরা। নোট বাতিলের জেরে ব্যাঙ্ক-ATM-এর লাইনে যাঁদের মৃত্যু হয়েছে বলে শাসকদলের অভিযোগ, তাঁদের নামই বা নেই কেন?বিরোধীদের এই প্রশ্নের মুখেও পড়ে সরকার পক্ষ। নোট বাতিলের জেরে লাইনে দাঁড়িয়ে সারা দেশে মারা গেছেন একশো কুড়ি জন। তাঁদের স্মরণে সংসদে মৌন পালনের দাবি জানিয়েছে তৃণমূল। তা হলে রাজ্য বিধানসভায় শোক প্রস্তাবে এঁদের নাম নেই কেন?

আরও পড়ুন খাস কলকাতার বুকে নিজের বাড়িতে খুন কিশোরী

জানতে চান বিজেপি বিধায়ক তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নোট বাতিলের জেরে রাজ্যে কতজনের মৃত্যু হয়েছে তা সরকারের কাছে RTI করে জানতে চাওয়া হবে বলে জানিয়েছে BJP।   

আরও পড়ুন আসন্ন বাজেট অধিবেশনেই শিক্ষা বিল আনছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

.